বানিয়াচঙ্গে মাতৃভাষা ও শহীদ দিবসে-এমপি মজিদ খান ॥ বাংলা ভাষাকে দাফতরিক ভাষার স্বীকৃতি আদায়ে জাতীয় সংঘের কাছে দাবি
তারিখ: ২৩-ফেব্রুয়ারী-২০১৮
স্টাফ রিপোর্টার ॥

হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল মজিদ খান বলেছেন, বায়ান্ন’র ভাষা আন্দোলনের চেতনা বুকে নিয়েই সত্তর নির্বাচনের মধ্য দিয়ে একাত্তর সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। ভাষা আন্দোলনের নেপথ্যে নেতৃত্বে ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু। পরবর্তীতে তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্ঠায় ১৯৯৯ সালে বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেয় জাতীয় সংঘ। আজ বিশ্বের ১৯০টি দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এটা বাঙ্গালী জাতির গৌরব। বাংলা ভাষাকে দাফতরিক ভাষা হিসেবে স্বীকৃতির জন্য জাতীয় সংঘের কাছে তিনি দাবি জানান। গত বৃহস্পতিবার দুপুরে বানিয়াচং শহীদ মিনারে একুশের অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভাসহ দিনভর বিভিন্ন অনুষ্ঠান হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন খন্দকারের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওছার শোক রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন এসিল্যান্ড সাব্বির আহমেদ আকুঞ্জী, থানার ওসি মোহাম্মদ রাশেদ মোবারক, অধ্যক্ষ স্বপন কুমার দাশ, অধ্যক্ষ আবদাল হুসেন খান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিপুল ভূষণ রায়, ইমাম সমিতির সভাপতি মাওলানা আতাউর রহমান, প্রভাষক রাহমাতুল বারী, শিক্ষক আবদুল কাইয়ূম প্রমূখ। পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন আবদুল মজিদ খান এমপি।