ভোক্তা অধিকার দিবসে তথ্য প্রকাশ ॥ হবিগঞ্জে ৭৫০টি দোকানে ২৯ লাখ টাকা জরিমানা
তারিখ: ১৬-মার্চ-২০১৯
জাকারিয়া চৌধুরী ॥

২০১৫ সাল থেকে এ পর্যন্ত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয় ৭৫০টিরও বেশি দোকানে তদারকি কার্যক্রম পরিচালনা করেছে। আর এসব প্রতিষ্ঠানগুলো থেকে আইন লঙ্ঘনের কারণে আদায় করা হয়েছে প্রায় ২৯ লক্ষ টাকা। শুক্রবার দুপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০১৯ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব তথ্য জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আমিরুল ইসলাম মাসুদ। তিনি জানান, ভোক্তা অধিকার নিশ্চিত করতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জের প্রধান প্রধান বাজার থেকে শুরু করে প্রত্যান্ত অঞ্চলের হাটবাজারে তদারকি কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। বিভিন্ন সভা-সেমিনার, গণশুনানী, পথসভার মাধ্যমে সচেতন করা হচ্ছে সাধারণ মানুষকে। আগামীতে এসব কার্যক্রম আরো জোরদার করা হবে বলেও জানান তিনি।

দিবসটি উদযাপন উপলক্ষে জেলা প্রাশাসন কর্তৃক আয়োজিত এক বর্ণাঢ্য র‌্যালি শেষে দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ। উপস্থিত ছিলেন, সাবেক পৌর মেয়র ও আওয়ামীলীগ নেতা শহীদ উদ্দিন চৌধুরী, সাংবাদিক রুহুল হাসান শরীফ, রফিকুল ইসলাম চৌধুরী তুহিন, আলমগীর হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে অধিদপ্তর কর্তৃক আয়োজিত রচনা প্রতিযোগীতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।