ব্রেইন টিউমারে আক্রান্ত ছাত্রলীগ নেতা রিপনের চিকিৎসায় এগিয়ে এলেন জেলা প্রশাসক
তারিখ: ২১-মার্চ-২০১৯
স্টাফ রিপোর্টার ॥

 গতকাল বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ এর দৃষ্টি আকর্যণ হলে তিনি তাৎক্ষনিকভাবে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার, বাহুবল এর মাধ্যমে ব্রেইন টিউমারে আক্রান্ত রিপনের পিতা ফুল মিয়াকে ডেকে এনে তার চিকিৎসার খোজ খবর নেন। রিপনের পিতার আর্থিক অবস্থা খুবই অসচ্ছল জেনে তার চিকিৎসার জন্য তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ে যোগাযোগ করে ঢাকা শেরে বাংলা নগরস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট নিউরো সাইন্স এন্ড হাসপিটালে ভর্তির ব্যবস্থা করেন। রিপনের সুচিকিৎসার জন্য জেলা প্রশাসক তার ব্যক্তিগত তহবিল হতে রিপনের পিতার হাতে নগদ বিশ হাজার টাকা অনুদান প্রদান করেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণকে অনুদান প্রদানের জন্য অনুপ্রাণিত করেন। ঐ সময় জেলা প্রশাসককের মহানুভবতা দেখে রিপনের পিতা অশ্র“সিক্ত ও আবেগ আপ্লুত হয়ে আল্লাহর নিকট শুকরিয়া আদায় করেন এবং তার ছেলের সুচিকিৎসার ব্যবস্থা হওয়ায় জেলা প্রশাসকের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন। ঐ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসনা শারমিন মিথি ও জেলা তথ্য অফিসার পবন চৌধুরী, জেলা ক্লালেক্টরেট ক্লাবের সভাপতি মোঃ আবদাল করিম। জেলা প্রশাসক, হবিগঞ্জ ব্রেইন টিউমারে আক্রান্ত রিপনের আর্থিক সাহায্যের জন্য জেলার বিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসার জন্য আহ্বান জানান।