নবীগঞ্জে পৃথক সংঘর্ষে মহিলা শিশুসহ আহত ১৫
তারিখ: ২১-মার্চ-২০১৯
নবীগঞ্জ প্রতিনিধি ॥

নবীগঞ্জ উপজেলায় পৃথক সংঘর্ষের ঘটনায় মহিলা শিশুসহ ১৫ জন আহত হয়েছেন। তাদেরকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার ওই উপজেলার পৃথক স্থানে। পারিবারিক বিরোধ, মামলা সংক্রান্ত বিরোধ ও জমি সংক্রান্ত বিরোধের জের নিয়ে এসব সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে সুত্রে জানা গেছে। নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগের দায়িত্বরত ডাক্তার অলক বনিক জানান, ওই দিন সকাল থেকে সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত ওই হাসপাতালে ৫০ রোগী চিকিৎসা নিয়েছেন। কিন্তু পৃথক সংঘর্ষে আহত হয়ে চিকিৎসা নিয়েছেন ১৫ জন। তারা হলেন-উপজেলার নিয়ামতপুর গ্রামের কামরুল ইসলামের পুত্র রিদয় আহমেদ (১৯) পানিউমদা গ্রামের আব্দুল ছাত্তারের স্ত্রী হেনা বেগম (৩০) গোলাম মিয়ার স্ত্রী রিমা বেগম (২৩) মাধবপুর গ্রামের বারিক উল্লার পুত্র তোফায়েল (২৮) মাধবপুর গ্রামের তোফায়েল মিয়ার স্ত্রী রুমানা বেগম (২৩) বাঁশডর গ্রামের মনির মিয়ার পুত্র শাবুল মিয়া (১৮) জালালসাপ গ্রামের ফজল মিয়ার পুত্র শাহীন মিয়া (১১) হরিধরপুর গ্রামের কুরপান উল্লার পুত্র নজরুল ইসলাম (৪০) শেরপুর গ্রামের মৃত কদর আলীর পুত্র অজুফা বেগম (৩০) আব্দুল হাই এর স্ত্রী খেলা বেগম (৪৫) বৈলাকিপুর গ্রামের ইমন মিয়ার স্ত্রী হোসনেয়ারা (২৩) এনাতাবাদ গ্রামের মৃত আব্দুল নুর এর পুত্র আব্দুল বশির (২৬) ছোট আলীপুর গ্রামের মতব্বির হোসেন চৌধুরীর কন্যা নাছুমা বেগম (৮)। তাদেরকে গতকাল বুধবার নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।