নবীগঞ্জে দৈনিক ভোরের ডাক পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন
তারিখ: ২১-মার্চ-২০১৯
স্টাফ রিপোর্টার ॥

নবীগঞ্জে দৈনিক ভোরের ডাক পত্রিকার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। গতকাল বুধবার বিকেল ৪টায় নবীগঞ্জ পৌরসভা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে ওই পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। দৈনিক ভোরের ডাক পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ সেলিম তালুকদারের সভাপতিত্বে ও নবীগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মতিউর রহমান মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন-হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নবীগঞ্জের সিনিয়র সাংবাদিক ও পৌরসভার প্যানেল মেয়র-১ এটিএম সালাম, নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) গোলাম দস্তগীর আহমেদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও রানীগঞ্জ কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলাউর রহমান ঠাকুর, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আনোয়ার হোসেন মিঠু। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন পৌর সভার সচিব আজম হোসেন, নবীগঞ্জ পেসক্লাবের সাবেক সভাপতি মুরাদ আহমদ, সাংবাদিক ফোরামের সভাপতি শাহ সুলতান আহমেদ, সহ-সভাপতি আলী হাছান লিটন, একটি বাড়ি একটি কামার প্রকল্প কর্মকর্তা মোঃ উমেদ মিয়া। উপস্থিত ছিলেন নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির প্রচার সম্পাদক মোঃ তাজুল ইসলাম, সাংবাদিক আকিকুর রহমান সেলিম, ছনি চৌধুরী, তৌহিদ চৌধুরী, সুমন আলী খান, সেলিম আহমেদ, ফয়জুন আক্তার মনি, তানভির আহমদ, রাশেদ আহমদ চৌধুরী, আবু বক্কর চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দৈনিক ভোরের ডাক পত্রিকাটি পাঠকের হৃদয়ে জায়গা করে নিতে পেরেছে। সবসময়ই পত্রিকাটিতে সমস্যা ও উন্নয়নমূলক সংবাদ প্রকাশ করে ধারাবাহিকতা ধরে রেখেছে। আগামীদিনে পত্রিকাটি বস্তনিষ্ঠ সংবাদ প্রকাশ করে এগিয়ে যাবে বলে এ প্রত্যাশা করেন।