আজমিরীগঞ্জ বাজারে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ৮ হাজার টাকা জরিমানা
তারিখ: ২১-মার্চ-২০১৯
আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥

আজমিরীগঞ্জ বাজারে অভিযান চালিয়ে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অদিদপ্তর। বুধবার দুপুরে পরিচালিত এ অভিযানে অবৈধ ঔষুধ বিক্রির দায়ে ঔষধ ঘর নামাক ফার্মেসিকে ১ হাজার টাকা, ভেজাল ও মেয়াদউত্তীর্ণ প্রসাধনী সামগ্রী বিক্রির দায়ে ফয়েজ স্টোরকে ২ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টান্ন সামগ্রী উৎপাদন ও সংরক্ষণের অপরাধে তনয় মিষ্টান্নকে আরো ৫ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিদপ্তর। অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সার্বিক সহয়তায় ছিলেন আজমিরীগঞ্জ থানা পুলিশের একটি টিম ও উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর। অভিযান চলাকালে অধিদপ্তরের পক্ষ থেকে ভোক্তা অধিকার আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে উপস্থিত জনসাধারণের মাঝে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।