নিউজিল্যান্ড মসজিদে হামলার প্রতিবাদে শহরে কওমী মাদ্রাসা বোর্ড-এর বিশাল বিক্ষোভ মিছিল
তারিখ: ২২-মার্চ-২০১৯
স্টাফ রিপোর্টার ॥

কওমী মাদ্রাসা বোর্ড হবিগঞ্জ এর সভাপতি আল্লামা নূরুল ইসলাম ওলীপুরী বলেছেন, নিউজিল্যান্ড মসজিদে হামলা গোটা বিশ্বের মুসলিম জনতার উপর সন্ত্রাসী গোষ্ঠীর নতুন চক্রান্ত। খ্রিষ্টান সন্ত্রাসী ব্রেন্টন ট্যারান্টের হামলায় ৫০ জন মুসলমান নামাজরত অবস্থায় শহীদ ও শতাধিক মুসল্লী আহত হয়েছেন। সন্ত্রাসীরা লেজার বীম নিয়ন্ত্রিত স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করেছে। অথচ এ সময়ের মধ্যে কোন নিরাপত্তা কর্মী বা সরকারী বেসরকারী কোন আইনশৃঙ্খলা বাহিনী হামলার প্রতিরোধে এগিয়ে আসেনি। এটা আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে মুসলিম বিশ্বের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র। তারা সিরিয়া, ইরাক, লিবিয়া, আফগানিস্তান, ফিলিস্তিন ও আরাকান হতে প্রায় ১২ কোটি মুসলমানকে গৃহচ্যুত করে এবং এসব দেশের প্রায় সোয়া কোটি মুসলমানকে শহীদ করেছে। এদেশগুলোতে তাবেদার মুসলমানদের ভয় দেখাবার জন্য আপাতত এ ঘটনা ঘটলেও এর সূদুর প্রসারী লক্ষ্য হলো সবগুলো মুসলিম দেশে তাবেদার সরকার কায়েম এবং তাদের মাধ্যমে সম্পদ লুন্ঠন করে এদেশ গুলোতে সরাসরি তাদের শাসন কায়েম করা। আল্লামা ওলীপুরী আরও বলেন, আমরা নিউজিল্যান্ডের এ সন্ত্রাসী হত্যাকান্ডের প্রতিবাদ ও নিন্দা জানাই এবং জাতিসংঘের মাধ্যমে এর দোষী ব্যক্তিদের এবং নির্দেশ দাতাদের উপযুক্ত শাস্তি প্রদানের আহ্বান জানাই। এ পরিস্থিতিতে সমগ্র মুসলিম উম্মাহকে আল্লাহ তা’আলার নিকট আত্মসমর্পণ করে তার নিকট সাহায্য প্রার্থনা করতে হবে এবং ইহুদী খ্রিস্টানসহ সকল বাতিল শক্তিকে উৎখাত করার প্রচেষ্টা চালাতে হবে। গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জ পৌরসভা মাঠে বিশাল প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। গত ১৫ মার্চ শুক্রবার নিউজিল্যান্ডে জুম্মার নামাযে ব্রেন্টন ট্যারান্টের হামলার প্রতিবাদে ক্বওমী মাদ্রাসা বোর্ড হবিগঞ্জ এর উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন আল্লামা নূরুল ইসলাম ওলীপুরী। ক্বওমী মাদ্রাসা বোর্ডের সাধারণ সম্পাদক মাওলানা আবু সালেহ সাদি এবং মুফতি তাফাজ্জুল হক এর যৌথ পরিচালনায় এতে বক্তব্য রাখেন, মাওলানা আব্দুল্লাহ আকিলপুরী, মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরী, মাওলানা জাবের আল হুদা, মাওলানা আজিজুর রহমান মানিক, মাওলানা আব্দুল কাইয়ুম, মশিউর রহমান শামীম, মাওলানা আব্দুল বছির, ব্যকস সভাপতি আলহাজ্ব শামছুল হুদা, আলহাজ্ব মুহিব উদ্দিন সোহেল, মাওলানা মুয়াল্লিমুল ইসলাম, মাওলানা আব্দুল হালিম, মাওলানা আনোয়ার আলী, মাওলানা জুনাঈদ আহমদ, মাওলানা শরিফ উদ্দিন, মাওলানা জয়নাল আবেদিন, মাওলানা আব্দুর রহমান, মাওলানা রফিকুল ইসলাম, মুফতি হারুন রশিদ ও মাওলানা আব্দুস শহিদ প্রমূখ। ক্বওমী মাদ্রাসা বোর্ড হবিগঞ্জের সাধারণ সম্পাদক মাওলানা আবু সালেহ সাদি বলেন, ইসলাম শান্তির ধর্ম। প্রকৃত মুসলমান কোনদিন সন্ত্রাসী হতে পারে না। নিউজিল্যান্ডে হামলায় এ কথা পরিস্কার হয়ে যায় যে, ইহুদী খ্রিস্টানরাই হচ্ছে সন্ত্রাসী ও জঙ্গী। অথচ সন্ত্রাস ও জঙ্গীবাদের অপবাদ মুসলমানদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। হামলাকারী ব্রেন্টন ট্যারান্টকে পশ্চিমা বিশ্ব বন্দুকধারী বলে, সন্ত্রাসী বলে না। সমাবেশ শেষে এক বিশাল বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে আবার পৌর মাঠে জমায়েত হয়। আল্লামা জহুর আলীর মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি হয়।