বানিয়াচঙ্গে কাদির হত্যা মামলার আসামীকে গ্রেফতার করেছে পিবিআই
তারিখ: ২২-মার্চ-২০১৯
স্টাফ রিপোর্টার ॥

বানিয়াচঙ্গে মহব্বতখানী গ্রামের আব্দুল কাদির মিয়ার হত্যা মামলার অন্যতম আসামী আশিকুল ইসলাম (৩৮)কে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গতকাল বুধবার রাতে পিবিআই’র পুলিশ পরিদর্শক মোঃ মাইনুল ইসলামের নেতৃত্বে পিবিআইয়ের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত হলো মহব্বতখানী গ্রামের রফিকুল ইসলামের ছেলে। পিবিআই ও স্থানীয় এলাকাবাসী সূত্র জানায়, ২০১৭ সালের ৩ সেপ্টেম্বর মহব্বত খানীর আমান আলী গংদের শিশুদের সাথে মোজাহিদ মেম্বার গংদের শিশুদের ক্রিকেট খেলাকে ঝগড়া হয়। পরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে নিহত আব্দুল কাদির আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাকে সিলেট ওসমানি মেডিকেল হাসপাতালে রেফার করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ৪ অক্টোবর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আব্দুল কাদির মারা যান। এ ঘটনায় ২৫ অক্টোবর নিহত আব্দুল কাদিরের ভাতিজা আব্দুল মালেক বাদী হয়ে বানিয়াচঙ্গ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন রাত পিবিআই’র পুলিশ পরিদর্শক মোঃ মাইনুল ইসলাম।