বানিয়াচঙ্গে রাতের আধারে প্রবাসির জায়গা দখল করে ঘর নির্মাণ
তারিখ: ১৪-এপ্রিল-২০১৯
বানিয়াচং প্রতিনিধি ॥

বানিয়াচংয়ে এক প্রবাসীর ক্রয় করা জায়গা দখল করে রাতের আধারে ঘর নির্মাণ করেছে প্রভাবশালী সুহেল গংরা। সুহেল মিয়া তাম্বলীটুলার মৃত ফজলু মিয়ার পুত্র। এর ফলে এই জায়গা নিয়ে উভয় পক্ষের লোকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ঘটনাটি ঘটেছে বানিয়াচং ১নং ইউনিয়নের তাম্বলীটুলা মহল্লায়। জানা যায়, বানিয়াচং সদরের তাম্বলীটুলার পুরানবাগ মৌজার জে.এল নং-৯৮, আর এস-১০৪, দাগ নং আর এস-১১০ রাস্তার উপর প্রভাবশালী সুহেল মিয়া দেয়াল ও ঘর নির্মাণ করে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন আরো আগ থেকেই। এর প্রতিকার চেয়ে একই মহল্লার লাল হোসেন মিয়ার স্ত্রী ঝরনা বেগম বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসারের নিকট প্রতিকার চেয়ে একটি লিখিত অভিযোগও দায়ের করা হয়েছিল। এই নিয়ে গত ২৮ মার্চ ১৯ সরকারি জায়গায় দখল করে দেয়াল নির্মাণ এই শিরোনামে দৈনিক সমাচার পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়। কিন্তু সংবাদটি প্রকাশিত হওয়ার পর সুহেল রাতের আধারে প্রবাসী নয়ন আলী ও  সরকারি জায়গা দখল করে ঘর তুলে ফেলেন। এই খবর পেয়ে নয়ন আলীর বোন ঝরনা বেগম এসে স্থানীয় মুরুব্বিদের বিষয়টি অবহিত করেন। কিন্তু তারা এই বিষয়টি কোন সুরাহা করেননি। বাড়ি খালি পেয়ে দখল করার উদ্দেশ্যে রাতের আধারেই ঘর ও দখল করে নিয়েছে সুহেল গংরা। সুহেল মিয়া মাত্র ০৭৬ পয়েন্ট মালিক হলেও তিনি ২ শতক জায়গার মধ্যে ঘর নির্মাণ করে দখলে নিয়েছে। নয়ন আলী প্রবাসে থাকায় তার ভাগিনা নাঈম তার ক্রয়কৃত জায়গা দেখাশুনা করে আসছেন। এর ফলে নাঈমকে বিভিন্নভাবে হুমকি-ধামকি দিয়ে আসছে ওই সুহেল। অন্যদিকে নয়ন আলীর বাড়ির উত্তর দিকে নুরজাহান ও তার ভাই সহিদ উল্লা গংরা রাতের আধারে নয়ন আলী নির্মিত দেয়াল ভেঙ্গে ফেলেছেন। তাদের রোপনকৃত বিভিন্ন প্রজাতির গাছের চাড়া উফরে ও বিনষ্ট করে ফেলে। এই নিয়ে তার ভাগিনা নাঈম বানিয়াচং থানায় একটি লিখিত অভিযোগ ও দায়ের করেছিলেন। অভিযোগ করার পর সহিদ উল্লাহ গংরা তাকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করে আসছে। এমনকি আগুন দিয়ে পুড়িয়ে ফেলবে বলেও হুমকি দিচ্ছে তারা। এই বিষয়ে প্রবাসী নয়ন আলীর লোকজন আইনি পদক্ষেপ নিচ্ছেন বলে জানা গেছে। এ নিয়ে উভয় পক্ষের লোকদের মধ্যে যে কোনো সময় বড়ধরণের দাঙ্গাহাঙ্গামার আশঙ্কা করছেন এলাকাবাসী।