ব্যবস্থাপনা কমিটির সভায় বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী ॥ সদর আধুনিক হাসপাতালের দালালদের ধরে সাজা দিতে হবে
তারিখ: ১৪-এপ্রিল-২০১৯
জাকারিয়া চৌধুরী ॥

* প্রয়োজনে দালাল তৈরীর হোতাদের বিরুদ্ধেও ব্যবস্থা * কারো স্বার্থ সিদ্ধির জন্য সরকার হাসপাতাল তৈরী করেনি * বেতন অনুযায়ী ডাক্তারদের সার্ভিস দিতে হবে * সার্বক্ষণিক পরিচ্ছন্নতা রাখার নির্দেশ

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের দালালদের ধরে ধরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা দিতে হবে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান ও পরিবহন পর্যটন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী। গতকাল শনিবার দুপুরে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মাসিক ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি আরো বলেন, হাসপাতালে দালাল তৈরীর মুল হোতাদের বিরুদ্ধেও প্রয়োজনে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে। সাধারণ জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সরকার হাসপাতাল তৈরী করেছে। কারো স্বার্থ সিদ্ধির জন্য এ হাসপাতাল তৈরী করেনি। এছাড়াও হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা যদি হাসপাতালে থেকে চিকিৎসা সেবা দিতে না চান তা হলে তাদের সরকারী চাকুরী করতে হবে না। আর চাকুরী করতে হলে বেতন অনুযায়ী তাদেরকে সার্ভিস দিতে হবে। প্রতিমন্ত্রী আরো বলেন, হাসপাতালের ভেতরে ও বাহিরে সার্বক্ষণিক পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। না হলে হাসপাতালে আসা রোগীরা আরো মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হবে। পাশাপাশি সকল জনসাধারণকেও পরিচ্ছন্নতার বিষয়ে সতর্ক থাকতে হবে। কারো একার পক্ষে পরিচ্ছন্নতা রাখা সম্ভব নয়। পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বলেন, হাসপাতালে কেউ এসে সন্ত্রাসী কর্মকান্ড করতে চাইলে তাদের হাত-পা ভেঙ্গে দেয়া হবে। এছাড়াও হাসপাতালের ডাক্তারদের যে কোন ধরনের নিরাপত্তা জনিত সমস্যা হলে তাৎক্ষণিক বিষয়টি পুলিশকে অবগত করতেও বলেন তিনি। মতবিনিয়ময় সভা শেষে প্রতিমন্ত্রী হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের প্রতিটি কক্ষ ঘুরে দেখেন। এসময় বাথ রুমসহ কিছু কিছু স্থান অপরিচ্ছন্নতা দেখে মন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন এবং আগামী কয়েক দিনের মধ্যে পরিস্কার করার জন্য নির্দেশ প্রদান করেন। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুল জাহিদ পাভেল, হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী, হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রতীন্দ্র রায় চৌধুরী, আরএমও ডাঃ সাইফুর রহমানসহ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ।