হবিগঞ্জে হ্যানিম্যান ডে উদযাপন ও বিজ্ঞান সেমিনার অনুষ্ঠিত
তারিখ: ১৪-এপ্রিল-২০১৯
প্রেস বিজ্ঞপ্তি ॥

চিকিৎসা বিজ্ঞানের কিংবদন্তী মহাত্মা ডাঃ স্যামুয়েল ফ্রেডরিক হ্যানিম্যান এর ২৬৪তম জন্ম বার্ষিকী উপলক্ষে হবিগঞ্জে হ্যানিম্যান ডে উদযাপন ও বিজ্ঞান সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার হবিগঞ্জ প্রেসক্লাব অডিটরিয়ামের অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মোঃ মুশফিক হুসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুল জাহিদ (পাভেল), ডেপুটি সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডাঃ মুখলিছুর রহমান উজ্জ্বল, সদর হাসপাতালের মেডিকেল অফিসার (হোমিওপ্যাথিক) ডাঃ সামসুন্নাহার আফরোজ ইভা, বাহোপ, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডাঃ বীরেন্দ্র চন্দ্র দেব ও অধ্যাপক ডাঃ সাদিক আহমদ। ডাঃ সৈয়দ মোহাম্মদ আলী (কাজল) এর সভাপতিত্বে এবং ডাঃ শেখর চন্দ্র রায় ও ডাঃ প্রশান্তু কুমার দাস পরিচালনায় অনুষ্ঠিত সেমিনারে সম্মাননা গ্রহন করেন ডাঃ মোঃ আব্দুল মোকতাদির (হবিগঞ্জ সদর), ডাঃ বিরেশ্বর ভট্টাচার্য (বাহুবল), ডাঃ বীরেন্দ্র চন্দ্র দেব, ডাঃ শ্যামলাল সরকার (মাধবপুর), ডাঃ সত্য রঞ্জন ঘোষ (আজমিরীগঞ্জ), ডাঃ গোলাম রব্বানী ঠাকুর (বানিয়াচং)। প্রবন্ধ উপস্থাপনা করেন ডাঃ মোঃ ইখতিয়ার উদ্দিন, ডাঃ মোঃ জিয়াউল হক। সেমিনারে জেলার দুই শতাধিক হোমিওপ্যাথিক ডাক্তার অংশ গ্রহন করেন। এরআগে সকালে ডাঃ সৈয়দ মোহাম্মদ আলী কাজলের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।