শহরের খোয়াই নদী পাড়ে অবৈধ ভাবে গড়ে উঠা শতাধিক স্থাপনা উচ্ছেদ
তারিখ: ১৪-এপ্রিল-২০১৯
জাকারিয়া চৌধুরী/মোঃ তৌহিদ মিয়া ॥

হবিগঞ্জ শহরের উপর দিয়ে বয়ে যাওয়া খোয়াই নদী পাড়ে অবৈধ ভাবে গড়ে উঠা শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত শহরের চৌধুরী বাজার থেকে হরিপুর পর্যন্ত এ উচ্ছেদ অভিযান কার্যক্রম পরিচালনা করা হয়। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ড ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাখাওয়াত হোসেন রুবেল। হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, খোয়াই নদীর পাড়ে অসংখ্য অবৈধ দখলদার রয়েছে। তারা দীর্ঘদিন যাবত নদীর জায়গা দখল করে বসবাস করে আসছিল। তাদেরকে বার বার সরতে নোটিশ প্রদান করা হলেও তারা তাতে কর্ণপাত করেনি। ফলে গত বৃহস্পতিবার ১১২টি স্থাপনার অবৈধ দখলদারকে আবারো নোটিশ প্রদান করা হয়। এরই প্রেক্ষিতে অভিযান চালিয়ে ১১২টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। পর্যায়ক্রমে নদীর দু’তীরে স্থাপিত সকল অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হবে বলে তিনি জানান। এদিকে, দীর্ঘদিন পর হলেও অবৈধ এসব স্থাপনা উচ্ছেদ করায় ওই এলাকা দিয়ে চলাচলকারী সাধারণ মানুষদের মধ্যে স্বস্থি ফিরে এসেছে। এ উচ্ছেদ অভিযান অব্যাহত রাখার দাবীও জানিয়েছেন তারা।