উজিরপুরে ধানের বাম্পার ফলনের কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে সুপ্রীম সীড কোম্পানী
তারিখ: ২৫-এপ্রিল-২০১৯
স্টাফ রিপোর্টার ॥

বানিয়াচং উপজেলার উজিরপুর গ্রামে ধানের বাম্পার ফলনের কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে সুপ্রীম সীড কোম্পানী লিঃ এর স্থানীয় সাব ডিলার শাহ আলম ট্রেডার্স। বানিয়াচং উপজেলা কৃষি কর্মকর্তা বরাবরে এমনই এক লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় কৃষকরা। কৃষকরা জানান, সুপ্রীম সীড কোম্পানী লিঃ এর সরবরাহকৃত উচ্চ ফলনশীল ব্রি ধান-২৮ বিজ স্থানীয় উজিরপুর বাজারের ডিলার শাহ আলম ট্রেডার্স এর নিকট থেকে তারা ক্রয় করে বোরো জমি চাষ করেন। উক্ত বিজ ক্রয়কালে স্থানীয় ডিলার শাহ আলম ট্রেডার্স এবং কোম্পানীর হবিগঞ্জ প্রতিনিধি তাদেরকে বলেন যে, উক্ত বিজ উচ্চ ফলনশীল জাতীয়। ইহা চাষ করলে প্রতি একরে ৮০-৯০ মন ধান উৎপন্ন হবে। কৃষকরা কোম্পানীর হবিগঞ্জ প্রতিনিধি এবং স্থানীয় ডিলার শাহ আলম ট্রেডার্স এর পরিচালক আলী আমজাদের কথায় আশ্বস্থ হয়ে সরল বিশ্বাসে জমিতে উচ্চ ফলনশীল ব্রি ধান-২৮ চাষ করেন এবং তাদের পরামর্শ মত জমিতে সার ও বিভিন্ন ঔষধ প্রয়োগ করেন। কিন্তু ফসলের বেলায় দেখা যায় ধানের শীষে চাল নেই। সকল ধান চিটা হয়ে গেছে। এই পরিস্থিতিতে কৃষকরা ক্ষতির সম্মুখীন হয়েছেন মারাত্মকভাবে। অভিযোগে উল্লেখিত ধানের পরিমান অনুযায়ী টাকার পরিমাণ দাড়ায় (৭০০ টাকা দরে) ৮,৪৭,০০০/- (আট লক্ষ সাত চল্লিশ হাজার) টাকা। যাহা পুরোটাই তাদের ক্ষতি হয়েছে বলে উল্লেখ করেন তারা। কৃষকরা আরও বলেন কিছু জমির ধান কাটিয়ে কের প্রতি (৩০ শতক) দুই মণ ধানও পান নাই তারা। এবং এটাও বলেন যে, অভিযোগটি বিলম্বে দেওয়ার কারণ হল, গত ১ মাস যাবৎ কোম্পানীর হবিগঞ্জ প্রতিনিধির সাথে যোগাযোগ করে কোন সাড়া পান নি কৃষকরা। সবশেষে ভূক্তভোগী কৃষকরা ফসল নষ্ট হওয়াতে ভবিষ্যৎ অন্ধকার দেখতেছেন এবং মহাজনের ঋণের টাকা পরিশোধ করতে তাদেরকে নিজের ভিটে বাড়ি বিক্রি করতে হবে বলেও অভিযোগে উল্লেখ করেন। এমতাবস্থায় তারা উক্ত কোম্পানীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানান।

প্রথম পাতা