লাখাইয়ে প্রেমিকার হাতে প্রেমিক খুন হওয়ার ঘটনায় জামিন আবেদন করা হয়নি
তারিখ: ২৫-এপ্রিল-২০১৯
স্টাফ রিপোর্টার ॥

লাখাইয়ে চাঞ্চল্যকর প্রেমিকার হাতে কলেজ ছাত্র প্রেমিক খুন হওয়ার ঘটনায় কারাগারে থাকা প্রেমিকা ফারজানা আক্তার ও তার পিতার পক্ষে কোন আইনজীবি জামিনের আবেদন করেননি। অন্যদিকে গতকাল বুধবার দুপুরে এ হত্যার সাথে জড়িত না থাকায় ঘাতক ফারজানার মা’কে স্থানীয় ইউপি চেয়ারম্যানের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে। তবে তদন্ত্রের স্বার্থে তাকে আবার প্রয়োজন হতে পারে বলে জানিয়েছে পুলিশ। গতকাল বুধবার আদালতে ২ ঘাতকের পক্ষে কোন আইনজীবি জামিনের আবেদন করেননি। তবে কোর্ট সুত্রে জানা গেছে তাদের যদি কোন আইনজীবি নিয়োগ করা না হয় তাহলে সরকারীভাবে আইনজীবি নিয়োগ করা হবে। উল্লেখ্য, ২০ ফেব্র“য়ারী গভীর রাতে মোড়াকড়ি গ্রামের শাহ জাহান মিয়ার পুত্র কলেজ ছাত্র উজ্জল মিয়াকে নৃশংস ভাবে হত্যা করে ধর্মপুর গ্রামের মঞ্জু মিয়ার কন্যা সরকারী বৃন্দাবন কলেজের ২য় বর্ষের ছাত্রী ফাজানা আক্তার। হত্যার আলামত লুপাট করার জন্য লাশ বস্তাবন্দী করে স্থানীয় মেদি বিলে পুতে রাখা হয়। ২মাস পর গত মঙ্গলবার পুলিশ লামটি উদ্ধার করে মর্গে প্রেরন করে। এবং ফারজানা ও মঞ্জুকে আটক করে ১৬৪ ধারায় জবানবন্দী শেষে কারাগারে প্রেরন করা হয়। এ ব্যাপারে লাখাই থানার ওসি মোঃ এমরান হোসেন জানান, ফারজানার মা’কে আপাতত ইউপি চেয়ারম্যানের জিম্মায় দেয়া হয়েছে। এবং বাকী আসামীদের ধরতে পুলিশের অভিযান চলছে।

প্রথম পাতা