সাংবাদিক সুরুজ আলীর পিতা আজাদ আলীর ইন্তেকাল
তারিখ: ২৫-এপ্রিল-২০১৯
স্টাফ রিপোর্টার ॥

এশিয়ান টিভির হবিগঞ্জ প্রতিনিধি ও দৈনিক খোয়াইর সিনিয়র রিপোর্টার এসএম সুরুজ আলীর পিতা মোঃ আজাদ আলী গতকাল বুধবার ভোরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, চার মেয়ে ও নাতী-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। সাংবাদিক এস এম সুরুজ আলীর পিতার মৃত্যু সংবাদ পেয়ে বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ তাকে শেষ বারের মতো দেখতে আতুকুরায় গ্রামের বাড়িতে ভিড় জমান। তাকে শেষ বারের মতো দেখতে যান হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন, প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক খোয়াই সম্পাদক শামীম আহছান, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শংকর পাল, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ, বানিয়াচঙ্গ উপজেলা ভাইস চেয়ারম্যান ফারুক আমিন, সুবিদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সজিব আলী, অ্যাডভোকেট মাসুদ করিম আখন্জী, এটিএন বাংলা প্রতিনিধি আব্দুল হালীম, নিউজটুয়েন্টিফোর প্রতিনিধি শ্রীকান্ত গোপ প্রমূখ।

মরহুমের প্রথম জানাজার নামাজ বাদ জোহর বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়নের আতুকুরা ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক খোয়াই সম্পাদক শামীম আহছান, বানিয়াচঙ্গ উপজেলা ভাইস চেয়ারম্যান ফারুক আমিন, সুবিদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সজিব আলী, অ্যাডভোকেট মাসুদ করিম আখন্জী, মরহুমের ছেলে সাংবাদিক এস এম সুরুজ আলী প্রমূখ। দ্বিতীয় জানাজার নামাজ বাদ আছর লুকড়া ইউনিয়নের গজারিয়াকান্দি গ্রামে অনুষ্ঠিত হয়। সেখানে মরহুমের জীবনী নিয়ে সংক্ষিপ্ত বক্তৃতা করেন বিশিষ্ট ব্যবসায়ী কয়সর আহমেদ শামীম, মরহুমের বড় ছেলে মোঃ সাজিদ আলী ও এসএম সুরুজ আলী। পরে গ্রামের কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়। বিভিন্ন মহলের শোক ঃ সাংবাদিক এস এম সুরুজ আলীর পিতার মৃত্যুতে সাংবাদিক নেতৃবৃন্দসহ বিভিন্ন মহলের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

প্রথম পাতা