হবিগঞ্জ জেলা পুলিশের ২ দিন ব্যাপী চিকিৎসা ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
তারিখ: ২৫-এপ্রিল-২০১৯
স্টাফ রিপোর্টার ॥

হবিগঞ্জ জেলা পুলিশ সদস্যদের অংশ গ্রহনে ২ দিন ব্যাপী চিকিৎসা ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ক বিশেষ কর্মশালার সমাপনি অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে। গতকাল বুধবার বেলা ২টায় এ অনুষ্ঠান শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বিপিএম পিপিএম, এতে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার এসএম ফজলুল হক, এ ছাড়াও সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোঃ সেলিম। উক্ত কর্মশালায় ৩০ জন নারী পুলিশ ও ৩০ জন পুরুষ সদস্যের অংশ গ্রহনে প্রাথমিক চিকিৎসা  ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ের উপর ডাক্তার মিঠুন রায়, ডাঃ গৌতম বরন মিস্ত্রি, ডাঃ আহমেদ রিয়াজ চৌধুরী, ডাঃ মোঃ রিফায়েত হোসাইন, ডাঃ মৌসুমী ভদ্র, নায়েক মিজানুর রহমান পুলিশ হাসপাতাল, হবিগঞ্জ। পুলিশ সুপার, উক্ত কোর্সে আগত প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদপত্র এবং ফাস্ট এইট বক্স বিতরনসহ প্রশিক্ষণার্থীদের গুরুত্বপূর্ণ উপদেশ মুলখ বক্তব্য প্রদান করেন। তিনি আরও বলেন, হবিগঞ্জ জেলা ৯টি থানা, ৭টি ফাঁড়ী ও ৬ টি তদন্ত কেন্দ্র সহ জেলার বিভিন্ন ইউনিটে পুলিশ সদস্যদের মধ্যে প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ে পরামর্শ প্রদান করেন। জেলা পুলিশ সদস্যদের ডিউটির পাশাপাশি এই ধরনের মহৎ কর্মশালার আয়োজন এবং প্রত্যেক থানা ও ফাঁড়িতে ফাস্ট এইট বক্সের  ভিতরে প্রেসার মাপার যন্ত্র, ডায়বেটিস মেশিন, সেভলন ক্রীম, ওজন মাপার যন্ত্রসহ চিকিৎসার কাজে ব্যবহৃত সরঞ্জামাদি বিতরন করেন। বাংলাদেশে এই প্রথম হবিগঞ্জ জেলায় পুলিশ সুপারের নিজ উদ্যোগে এ স্বাস্থ্য সচেতনাতা মুলক কর্মসূচি শুরু করা হয়।

প্রথম পাতা