মাধবপুরে কালবৈশাখী ঝড়ে শতাধিক ঘরবাড়ি ও গাছপালা বিধ্বস্ত
তারিখ: ১৫-মে-২০১৯
রাজীব দেব রায় রাজু, মাধবপুর ॥

মাধবপুর উপজেলা সদরসহ বিভিন্ন এলাকার উপর দিয়ে সোমবার সন্ধ্যায় কালবৈশাখী ঝড় বয়ে যায়। ১০মিনিট স্থায়ী ঝড়ের তান্ডবে একটি শিল্প প্রতিষ্ঠারে শেড উড়িয়ে নেওয়া সহ বিদ্যুৎ লাইনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ২১ ঘন্টায়ও পুরো উপজেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি। সন্ধ্যা ৬টা থেকে হঠাৎ করে কালবৈশাখী ঝড় আঘাত হানে। ঝড়ের সময় বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন হয়ে পড়ে। পল্লী বিদ্যুতের একটি সূত্র জানায় কাল বৈশাখী ঝড়ে বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটি উপড়ে যায় লাইনে গাছ পড়ে তার ছিড়ে যায়। কাল বৈশাখী ঝড়ে মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় আডল্যান্ড সিরামিকের শেড উড়ে গেছে। এছাড়া পাকা ধান সহ ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মল্লিকা দে জানান, ঝড়ে ক্ষয়ক্ষতির ব্যাপারে স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যানদেরকে রিপোর্ট করতে বলা হয়েছে।

প্রথম পাতা