বানিয়াচঙ্গে দুই কলা ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের অর্থদন্ড
তারিখ: ১৫-মে-২০১৯
বানিয়াচং প্রতিনিধি ॥

বানিয়াচঙ্গে দুই কলা ব্যবসায়ীকে ছয় হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। অপরিপক্ক কলাকে কৃত্রিম উপায়ে পাকানোর দায়ে তাদের জমিমানা করা হয়। মঙ্গলবার বিকেলে গ্যানিংগঞ্জবাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্টেট ইউএনও মো.মামুন খন্দকার। কলার পাইকার আব্দুুল খালিক পাঁচ হাজার ও আবদুর রউফকে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এরপর থেকে অপরিপক্ক কলা বিক্রি না করতে ব্যবসায়ীদের সতর্ক করে দেন নির্বাহী ম্যাজিস্টেট। যদি পরবর্তী অভিযানে অপরিপক্ক কলা বিক্রি চোখে পড়ে তাহলে নিস্তার নেই। তখন ব্যবসায়ীকে মোটা অংকের জমিমানা গুণতে হবে কিংবা জেলে যেতে হবে বলে সতর্ক করেন ম্যাজিস্টেট। ভ্রাম্যমান আদালত চলাকালে সাধারণ মানুষের ভির জমে। এসময় লোকজনের উদ্দেশ্যে ম্যাজিস্টেট মামুন খন্দকার বলেন, কৃত্রিম উপায়ে অপরিপক্ক পাকানো কলা খাওয়ার মধ্যে ফায়দা নই। তিনি সাধারণ ক্রেতাদের অপরিপক্ক কলা না কেনার আহবান জানান।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে ছিলেন উপজেলা প্রকৌলী আল নূর তারেক, সিএ তজম্মল হক চৌধুরী, থানার দারোগা সালাউদ্দিন সহ পুলিশ সদস্যরা।

প্রথম পাতা