শহরতলীর রামপুরে ধান শুকানো নিয়ে প্রতিপক্ষের ফিকলের আঘাতে পিতা-পুত্র আহত
তারিখ: ১৫-মে-২০১৯
স্টাফ রিপোর্টার ॥

শহরতলীর রামপুরে ধান শুকানো নিয়ে বাক-বিতন্ডায় প্রতিপক্ষের ফিকলের আঘাতে নয়ন সূত্রধর (২৫) নামে এক যুবক ও তার পিতা দয়াময় সূত্রধরও (৬০) আহত হয়েছেন। আশংকাজনক অবস্থায় নয়ন সূত্রধরকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় ও আহত সূত্রে জানা যায়, রামপুর গ্রামের জয়ন্ত রায়ের অনুমোতিতে তার জায়গায় দয়াময় সূত্রধর ধান শুকান। গতকাল সকালে ওই এলাকার নেপাল সূত্রধরের ছেলে নির্মল সূত্রধরের সাথে এ বিষয়ে কথাকাটাকাটি হয় দয়াময় সূত্রধরের। এনিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় দয়াময় সূত্রধরের ছেলে নয়ন সূত্রধর বিষয়টি জানাতে জয়ন্ত রায়ের বাড়িতে যান। এই সুযোগে নয়ন সূত্রধর ও তার পরিবারের লোকজন দয়াময় সুত্রধরকে রড দিয়ে মারপিট করতে থাকেন। খবর পেয়ে নয়ন তার পিতাকে বাঁচাতে ঘটনাস্থলে আসেন। এসময় নেপাল সূত্রধর, তার ছেলে নির্মল সূত্রধর, কল্পনা সূত্রধরসহ বাড়ির লোকজন ফিকল দিয়ে নয়নের উপর হামলা চালান। এতে মারাত্মক আহত হন নয়ন। প্রথমে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল ও পরে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

প্রথম পাতা