হবিগঞ্জে বিড়ি শিল্পকে কুটির শিল্প ঘোষণা বাস্তবায়নের লক্ষে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
তারিখ: ১৫-মে-২০১৯
স্টাফ রিপোর্টার ॥

হবিগঞ্জে ভোক্তা অধিকার রক্ষা ও বিড়ি শিল্পকে কুটির শিল্প ঘোষণা বাস্তবায়নের লক্ষে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিড়ি ভোক্তা সমিতি। গতকাল সকালে শহরের আরডি হল থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির এর বাস ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে তারা সংসদ সদস্য বাস ভবনের সামনের প্রধান সড়কে মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তৃতার বলেন-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাসন আমলে বিড়িতে ট্যাক্স ছিল না। আমরা জননেত্রী শেখ হাসিনার আমলেও বিড়ির উপর ট্যাক্স প্রত্যাহার চাই এবং বিড়ি শিল্পকে ভারতে ন্যায় কুটির শিল্প হিসেবে ঘোষণার দাবি জানান। বিদেশী বহুজাতিক কোম্পানীর সিগারেট উপর ট্যাক্স বাড়ানোর দাবি জানান। এছাড়াও বক্তারা দেশী শিল্প সুরক্ষা আইন চালু, কোন সরকারী আমলা বিদেশী বহুজাতিক কোম্পানীর পরিচালক না হওয়াসহ বেশ কয়েকটি দাবি স্থাপন করা হয়। পরে তারা সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির এর হাতে স্মারকলিপি তুলে দেন। এসময় এমপি আবু জাহির বিড়ি শিল্প রক্ষার জন্য কর্মসূচি পালনকারীদের দাবিগুলো সংসদে উপস্থাপন করার আশ^াস দেন। মানববন্ধন বিড়ি ভোক্তা কমিটির সভাপতি মো. মনিরুল ইসলাম এর সভাপতি বক্তৃতা করেন সংগঠনের সেক্রেটারী মোঃ আতিকুর রহমান সহ-সভাপতি শফিকুল ইসলাম প্রমূখ। মাবনবন্ধন ও বিক্ষোভ সমাবেশে সহস্রাধিক বিড়ি শ্রমিক ও ভোক্তারা অংশ গ্রহন করেন।

প্রথম পাতা