জমি নিয়ে বিরোধ ॥ পুলিশের টিয়ারশেল নিক্ষেপ ॥ আজমিরীগঞ্জে দু’পক্ষের ভয়াবহ সংঘর্ষে ভাইস-চেয়ারম্যানসহ আহত অর্ধশতাধিক ॥ ৫ দাঙ্গাবাজ আটক
তারিখ: ১৫-মে-২০১৯
জাহেদ আলী মামুন/সেন্টু আহমেদ জিসান ॥

আজমিরীগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে দু’দল লোকের দফায়-দফায় ভয়াবহ সংঘর্ষে উপজেলা ভাইস-চেয়ারম্যানসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৩ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও অন্যদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি এবং প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। সংঘর্ষ চলাকালে বাড়ি-ঘর ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুরের ঘটনাও ঘটে। খবর পেয়ে আজমিরীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে ২০ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় আটক করা হয় ৫ দাঙ্গাবাজকে। গতকাল মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত থেমে-থেমে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় থানা পুলিশ, হাসপাতাল ও আহত সূত্র জানায়, ওই গ্রামের খুর্শেদ মেম্বার কাছ থেকে ১ বছর পূর্বে কিছু জমি বন্ধক নেন একই এলাকার রইছ মিয়া। গত দু’দিন পূর্বে বন্ধকের পাওনা টাকা ফেরত চাওয়া নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে আব্দুস ছাত্তার নামে এক ব্যক্তি আহত হন। এ সময় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এরই জের ধরে গতকাল মঙ্গলবার সকালে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। দফায়-দফায় ভয়াবহ সংঘর্ষে মহিলা শিশুসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হন। এ সময় বাড়ি-ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাংচুর, লুটপাটের ঘটনা ঘটে। খবর পেয়ে আজমিরীগঞ্জ থানার ওসি শেখ নাজমুল হকের নেতৃত্বে¡ একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে ২০ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ সময় ৫ দাঙ্গাবাজকেও ঘটনাস্থল থেকে আটক করা হয়। সংঘর্ষে শামীম মিয়া (২৫), সালেহা বেগম (৪৫), জোৎস্না বেগম (৩৫), আলমগীর (২৩), লালচান (৩৫), রাসেল মিয়া (২৫), আলাউদ্দিন (৩৫), জলিল (৩৭), জালাল মিয়া (৩৫), আফাই মিয়া (৩৫), নাছিমা বেগম (২৫) সহ অর্ধশতাধিক লোক  আহত হন। আহতদের মধ্যে ৩ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন ও অন্যান্যদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ দিকে, সংঘর্ষ নিয়ন্ত্রন করতে গিয়ে আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক মমিনুর রহমান সজিবও আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রথম পাতা