কালনী নোয়াবাদে রাস্তায় ধান রাখা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ আহত ৩৫
তারিখ: ১৬-মে-২০১৯
মোহাম্মদ শাহ আলম ॥

রাস্তায় ধান রাখা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ অন্তত ৩৫ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ১৪ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলার কালনী নোয়াবাদ গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের মলাই মিয়া তার জমি থেকে কেটে আনা কিছু ধান রাস্তায় শুকানোর জন্য রাখে। এসময় একই গ্রামের স্বপন মিয়াসহ বেশ কয়েকজন লোকজন একই রাস্তা দিয়ে ধান ভাঙ্গানোর মেশিন নিয়ে যাচ্ছিল। আর এতে করে রাস্তায় ধান রাখার কারণে মেশিনটি নিয়ে যাওয়া যাচ্ছিল না। এসময় মলাই মিয়া ও স্বপনের মধ্যে এ নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন খবর পেয়ে দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সংঘর্ষে অন্তত ৩৫ জন আহত হয়।

আহতদের মধ্যে, মলাই মিয়া (৬০), স্বপন মিয়া (২৮), সোহেল মিয়া (৩৫), মিলান বেগম (৪০), মোস্তফা আলী (১৫), ছানু মিয়া (৩০), গুণি মিয়া (৬০), কামরুল মিয়া (৩০), আল আমীন (১৮), উজ্জ্বল মিয়া (১৭), সামছু মিয়া (৩০), ফুল্লাস বেগম (৩০), হায়দার আলী (৩৬) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) মোহাম্মদ সহিদুর রহমান জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত আছে। পুণরায় সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।