হবিগঞ্জে দাওয়াতে খায়ের ইজতিমা অনুষ্ঠিত
তারিখ: ২৩-মে-২০১৯
প্রেস বিজ্ঞপ্তি ॥

গত ১১ রামাদ্বান গাউসিয়া কমিটি বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে “পবিত্র গিয়ারভী শরীফের মাহফিল ও দাওয়াতে খায়ের ইজতিমা” শায়েস্তানগরস্থ গাউছিয়া প্রি-ক্যাডেট একাডেমী ও গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রাক্তন সংসদ জেলা সভাপতি আলহাজ্ব চৌধুরী আব্দুল হাই এডভোকেট এর সভাপতিত্বে এবং অধ্যক্ষ গোলাম সরওয়ারে আলমের সঞ্চলনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে ধর্মীয় বিভিন্ন দিকের উপর প্রশিক্ষণমূলক আলোচনায় অংশ নেন হযরত মাওঃ গোলাম মোস্তফা নবীনগরী, মুফতি মোহাম্মদ আব্দুল আলী, মাওঃ সৈয়দ আজহার আহমদ, কাজী মাওঃ সাইফুল মোস্তফা, কাজী মাওঃ ফজলুল হক প্রমুখ। বক্তাগণ ইসলামের মৌলিক জ্ঞান আহরণের এবং ঈমান ও আমল হেফাজতের নিমিত্তে পরিচালিত দাওয়াতে খায়ের এর উপকারিতার বিষয়ে আলোকপাত করে মাহে রামাদ্বানের রোজা, তারাবিহ, সেহরী, ইফতার, সাদকাতুল ফিতর ও যাকাত প্রসঙ্গে গুরুত্বপূর্ণ মাসাইল এর ব্যাখ্যা বিশ্লেষণ করেন। উল্লেখ্য যে, অন্যান্য বছরের ন্যয় চলতি রামাদ্বান শরীফেও কেন্দ্রীয় গাউসিয়া কমিটির নির্দেশে এখানে “ক্বাদেরিয়া তাহেরিয়া ক্বিরাত প্রশিক্ষণ কোর্সে” প্রায় তিনশত শিক্ষার্থী পবিত্র কোরআনের দরস গ্রহণ করছে। এছাড়াও অত্র প্রতিষ্ঠানের জেনারেল ও মাদ্রাসা বিভাগের আরো দুইশত শিক্ষার্থী নিয়মিত পাঠের সাথে ক্বিরাতের প্রশিক্ষণে অংশ নিচ্ছে।

উপস্থিত সকল অভিভাকবৃন্দ, এলাকার গণ্যমান্য সুধীবৃন্দ, অধস্থন কমিটি সমূহের নেতৃবৃন্দ ও অন্যান্য দাওয়াতি মেহমানবৃন্দের সম্মানে গিয়ারভী শরীফের সবকশেষে জেলা গাউসিয়া কমিটির নেতৃবৃন্দের সার্বিক সহযোগীতায় ইফতারী পরিবেশন করা হয়। সিলসিলার সকল ভাইবোনসহ অত্র প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সকল ও দেশ-জাতির জন্য পরিশেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।