মাধবপুরে অবৈধ ড্রেজার মেশিন পুড়িয়ে দিয়েছে প্রশাসন
তারিখ: ২৩-মে-২০১৯
মাধবপুর প্রতিনিধি ॥

হবিগঞ্জের জেলা প্রশাসকের নির্দেশে মাধবপুর খাষ্টি নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনকারী ড্রেজার মেশিন পুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার সন্ধ্যায় উপজেলার সহকারি কমিশনার ভূমি মতউর রহমান খাঁন ঘটনাস্থল থেকে ড্রেজার মেশিনটি উদ্ধার করে পুড়িয়ে দেন। অভিযোগের সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলার আদাঐর গ্রামের পাশ দিয়ে বয়ে চলা খষ্টি নদী থেকে বেশ কিছুদিন ধরে বালু উত্তোলন করে আসছিল ওই এলাকার মৃত ছায়েব আলী ছেলে জানু মিয়া। বালু উত্তোলনের ফলে নদী পাড় ক্ষতিগ্রস্থসহ হুমকি মূখে পড়েছে ফসলি জমি। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মল্লিকা দে’র কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন একই এলাকার দুলাল মিয়া নামে এক ব্যক্তি। কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি নিয়ে কোন কর্ণপাত করেননি। পরবর্তীতে বালু উত্তোলনের বিষয়টি জানতে পারেন জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ। তিনি নির্বাহী কর্মকর্তা মল্লিকা দে’কে বালু উত্তোলন বন্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মল্লিকা দে জেলা প্রশাসকের নিদের্শক্রমে বালু উত্তোলন বন্ধ করে দেন। কিন্তু এর পরও রাতের আধারা চলছে বালু উত্তোলন আসছিল ওই মহলটি। জেলা প্রশাসকের নিদের্শ অমান্য করে আবার বালু উত্তোলন করার বিষয়টি জানতে পেরে জেলা প্রশাসক সহকারি কমিশনার ভূমি ড্রেজার উদ্ধার করে প্রয়োজনী ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রদান করলে সহকারি কমিশনার এ অভিযান চালায়।