স্বেচ্ছাসেবক দল হবিগঞ্জ জেলা শাখার সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক সৈয়দ সোহেলের পিতার মৃত্যুতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের শোক প্রকাশ
তারিখ: ২০-জুলাই-২০১৯
প্রেস বিজ্ঞপ্তি ॥

জাতীয়তাবাদি স্বেচ্ছাসেবক দল হবিগঞ্জ জেলা শাখার সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক সৈয়দ মোঃ সোহেল এর পিতা ও মাধবপুর উপজেলাধীন নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের টানা ৭ বারের নির্বাচিত চেয়ারম্যান সৈয়দ আবু নাছিম মোঃ আলমগীর ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্না...রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। সৈয়দ আবু নাছিম মোঃ আলমগীর এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদি স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি শফিউল বারী বাবু এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল, হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদল এর ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল হক শরিফ, সাধারণ সম্পাদক সৈয়দ মুশফিক আহমেদ, সহ-সভাপতি হাসবী সাঈদ চৌধুরী, মোঃ আব্দুল কাইয়ুম, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী হুমায়ুন আহমেদ রাজু, মাকসুদুর রহমান উজ্জ্বল, কুতুবউদ্দিন শামিম, আলমপানা চৌধুরী মাসুদ, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাবুদ্দিন শোক বার্তায় নেতৃবৃন্দরা বলেন, ‘জাতীয়তাবাদি স্বেচ্ছাসেবক দল হবিগঞ্জ জেলা শাখার সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক সৈয়দ মোঃ সোহেল এর পিতা ও মাধবপুর উপজেলাধীন নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের ৭ বারের নির্বাচিত চেয়ারম্যান সৈয়দ আবু নাছিম মোঃ আলমগীর এর মৃত্যু সংবাদে আমরা গভীর ভাবে শোকহত ও ব্যথিত হয়েছি। সৎ, সজজ্জন, পরহেজগার ও ন্যায়পরায়ণ মরহুম আব্দুল মজিদ এলাকার মানুষের নিকট খুবই শ্রদ্বেয় ব্যক্তি ছিলেন। বিপুল জনপ্রিয় ছিলেন বলেই তিনি মৃত্যুর পূর্ব পর্যন্ত টানা ৭ বার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। জনপ্রতিনিধি হিসেবে এলাকার উন্নয়নে তার অবদানের জন্য এলাকাবাসী তাকে চিরদিন শ্রদ্ধার সাথে স্মরন করবে। দোয়া করি মহান রাব্বুল আল আমিন যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসীব এবং গভীর শোকে ম্লিয়মান পরিবারবর্গকে মৃত্যুশোকে সহ্য করার ক্ষমতা দান করেন’। নেতৃবৃন্দরা মরহুম সৈয়দ আবু নাছিম মোঃ আলমগীরের বিদ্রেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়-স্বজন, গুনগাহী ও শুভ্যানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

প্রথম পাতা