শায়েস্তাগঞ্জে রেল লাইনের উপর বাজার ॥ দুর্ঘটনার আশঙ্কা
তারিখ: ২০-জুলাই-২০১৯
স্টাফ রিপোর্টার ॥

শায়েস্তাগঞ্জ দাউদনগরে রেল লাইনের উপর বাজার বসেছে ফলে যেকোন সময় দূর্ঘটনাসহ প্রাণহানীর ঘটনা ঘটতে পারে। প্রতিদিন ওই রেল লাইন দিয়ে জয়িন্তকা, পারাবত, পাহাড়িকা, কালনী, কুশিয়ারা ও ডেমো ট্রেনসহ ২০টির উপর গাড়ী, চলাচল করে। কিন্তু রেল লাইনের দু’পাশের শিকের উপর সজ্বি ও হাঁস মুরগীর বাজার বসে প্রতিদিন। সকাল থেকে রাত ১১টা পযর্ন্ত এ বাজার চলে। ট্রেন আসার সাথে-সাথে ব্যবসায়ীরা রেল সকটে পড়ে। তবে এতেই কি শেষ? ইতি পুর্বে অনেকেই দূর্ঘটনায় হাত-পা হারিয়ে অনেকেই পঙ্গুত্ব বরন করছে। তার পরও জীবনের ঝুকি নিয়ে তারা ব্যবসা করে আসছে। অনেক ব্যবসায়ীরা জানান, দাউদনগর রেল গেইটম্যানকে ম্যানেজ করেই তারা ব্যবসা চালিয়ে যাচ্ছেন। গতকাল সরেজমিনে গিয়ে লক্ষ্য করা যায় রেল লাইনের দু’পাশে প্রায় শতাধিক ব্যবসা প্রতিষ্ঠিান। এর মধ্যে রয়েছে ফল, চা-য়ের দোকান, সজ্বি মোবাইল টেলিকম, হাস-মুরগীসহ নানা দোকান। ব্যবসায়ীরা জানান, দাউদনগর বাজার ভেঙ্গে পূর্ণবাসন করেন পৌর কর্তৃপক্ষ। কিন্তু প্রকৃত ব্যবসায়ীদেরকে সুযোগ না দিয়ে অন্যান্য ব্যবসায়ীদেরকে মোটা অঙ্কের টাকায় পৌর কর্তৃপক্ষ। তাই তারা পৌর মার্কেটে দোকান ভীট না পেয়ে রেল লাইনের উপরে জীবনের ঝুকি নিয়ে ব্যবসা করছেন। স্থানীয়রা মনে করেন, এসব ব্যবসায়ের ফলে যেকোন সময় প্রাণহানির ঘটনা ঘটবে। তাই অচিরেই এ ব্যাপারে  দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য রেল কর্তৃপক্ষের কাছে দাবী জানান তারা।

প্রথম পাতা