শারর্দীয় দূর্গাপুজা মন্ডপগুলোতে ডিজে বন্ধ থাকবে-পুলিশ সুপার
তারিখ: ১৭-সেপ্টেম্বর-২০১৯
স্টাফ রিপোর্টার ॥

হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা (বিপিএম-পিপিএম) বলেছেন শারদীয় দুর্গাৎসবে উচ্চস্বরে ডিজে বাজানো যাবে না। মন্ডপগুলোতে ডিজে বন্ধ থাকবে। কোথায় ডিজে বাজানো হলে প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষনিক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন-উৎসবে অনেকেই মাদকদ্রব্য সেবন করে থাকেন। কিন্ত ধর্মীয় উৎসবে মাদকদ্রব্য খাওয়া বা সেবন করা যাবে না। এ বিষয়ে তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দকে সচেতন থাকার জন্য আহ্বান জানান। তিনি বলেন-প্রত্যেককে তাহার ধর্মীয় উৎসব সঠিক ভাবে পালন করা উচিত। দুর্গোৎসব শান্তিপূর্ণ করার জন্য পুলিশ সকল ধরণের প্রস্তুতি নিয়েছে। পুলিশ পূজার শুরু থেকে প্রতিমা বিসর্জন পর্যন্ত মন্ডপগুলোর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন। তবে পুলিশের পাশাপাশি নিজেদের স্বেচ্ছাসেবকদেরও সঠিক ভাবে দায়িত্ব পালন করতে হবে। প্রতিটি মন্ডপ সিসি ক্যামেরার আওতায় আনতে হবে। তিনি গতকাল সোমবার তার কার্যালয়ের হলরুমে শারর্দীয় দুর্গা পূজা উপলক্ষে জেলা ও উপজেলা পূজা উদযাপন কমিটি কমিটি এবং পূজা মন্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভায় বক্তৃতাকালে এসব কথা বলেন। তিনি আরো বলেন-মন্দিরগুলোতে নিজেরদের স্বেচ্ছাসেবকদের পরিচিতির জন্য পরিচয়পত্র এবং একই ধরণের গেঞ্জি, টি-শার্ট পড়তে হবে। স্বেচ্ছাসেবকরা ও পুলিশের সাথে সমন্বয় করে কাজ করবেন। আজান ও নামাজের সময় মসজিদের ইমাম ও মুসল্লীদের সাথে সমন্বয়ন রেখে মাইক বন্ধ রাখতে হবে। আশাকরি সকলের সহযোগীতায় শান্তিপূর্ণ ভাবে শারর্দীয় দুর্গাৎসব সম্পন্ন হবে। সভায় তিনি প্রত্যেক থানার অফিসার ইনচার্জসহ সকল পুলিশ সদস্যকে সঠিক ভাবে দায়িত্ব পালন করার নির্দেশ দেন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ইন সার্ভিস ট্রেনিং সেন্টার) শেখ মোহাম্মদ সেলিম, সহকারি পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) মোহাম্মদ নাজিম উদ্দিন, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি আয়কর আইনজীবি নলিনী কান্তি রায় নিরু, সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায় প্রমূখ। সভায় প্রত্যেক থানার অফিসার ইনচার্জগন উপস্থিত ছিলেন। সূত্র জানায়, এবার জেলার ৬৫৩টি পূজা মন্ডপে শারর্দীয় দুর্গাৎসব অনুষ্ঠিত হবে।