অমানবিকতার বিরুদ্ধে মানবিক সমাজ গড়ার প্রত্যয়ে খেলাঘর হবিগঞ্জ জেলা কমিটির মানববন্ধন
তারিখ: ১৯-অক্টোবর-২০১৯
প্রেস বিজ্ঞপ্তি ॥

অমানবিকতার বিরুদ্ধে মানবিক সমাজ গড়ার প্রত্যয়ে খেলাঘর হবিগঞ্জ জেলা কমিটির উদ্যোগে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার স্থানীয় পৌর টাউন হল প্রাঙ্গণে বিশাল এ মানব-বন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন হবিগঞ্জের বিভিন সমাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সাধারণ জণগন। মানব-বন্ধনে বক্তাগণ বলেন ‘আমাদের লোভ হিংসার কারণে মানবিক সমাজ আজ বিপন্ন। সম্পদের লোভে পিতা খুন করছে পুত্রকে, শিশুরা হচ্ছে ধর্ষিত। শিশুদের এই নিরাপত্তাহীন পরিবেশ মানবিক সমাজ প্রতিষ্ঠার পথে অন্তরায়। এই নরপিশাচদের বিরুদ্ধে সমাজের সচেতন মানুষকে প্রতিবাদে, প্রতিরোধে গর্জে ওঠতে হবে। এ সময় মানব-বন্ধনে  বক্তব্য রাখেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য বাদল রায়, খেলাঘর জাতীয় পরিষদের সদস্য সুধাংশু সূত্রধর, খেলাঘর হবিগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক দিপুল রায়, বিশিষ্ট সমাজসেবক কার্তিক চন্দ্র দেবনাথ, বিশিষ্ট সমাজসেবক শ্রীকান্ত দেব, খেলাঘর হবিগঞ্জ জেলা কমিটির সদস্য সুমন দেবনাথ, চারুকন্ঠ হবিগঞ্জের সভাপতি অজয় রায়। এছাড়াও মানব-বন্ধনে বক্তব্য রাখেন সত্যার্থী খেলাঘর আসর এর সাধারণ সম্পাদক পার্থ সারথি রায়, বর্ণমালা খেলাঘর আসর এর সদস্য ঝলক গোপ পুলক, প্রত্যয় দাশ, ইমন দাশ,জয় দেবনাথ। মানব-বন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত থাকেন বর্ণমালা খেলাঘর আসর এর সদস্য দূর্জয় রায়, পলাশ দাশ, জীবন দাশ, তানভীর রহমান, আদনান, নবনীতা চক্রবর্তী, বর্ষা রায় ও নবনীতা দাশ প্রমূখ। পরিশেষে মানব-বন্ধন থেকে খেলাঘর হবিগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবি জানানো হয়।

প্রথম পাতা