শহরে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে ফার্মেসীকে জরিমানা
তারিখ: ২২-জানুয়ারী-২০২০
জাকারিয়া চৌধুরী ॥

হবিগঞ্জ শহরের পৌদ্দারবাড়ি এলাকায় মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির অভিযোগে রুবেল ফার্মেসী নামে একটি প্রতিষ্ঠানের মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সামসুদ্দিন মোঃ রেজার নেতৃত্বে এ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সামসুদ্দিন মোঃ রেজা জানান, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির অভিযোগে রুবেল ফার্মেসী নামে ওই প্রতিষ্ঠানের মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে তাদেরকে সর্তক করে দেয়া হয়েছে যাতে করে তারা মেয়াদ উত্তীর্ণ ঔষধের ব্যাপারে সচেতন থাকে। এছাড়াও ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির বৈধ কাগজাদি না থাকায় সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৪নং ধারা লংঘন করায় ৬৬ নং ধারা অনুযায়ী তিন জন মোটর সাইকেল আরোহীকে ১ হাজার টাকা করে অর্থদন্ড করা হয়। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

প্রথম পাতা
শেষ পাতা