শহর সেজেছে উৎসবের রঙিন পোস্টারে ॥ হবিগঞ্জে প্রথমবারের মত অনুষ্ঠিত হচ্ছে ২ দিন ব্যাপী ‘চারুকণ্ঠ কবিতা উৎসব’
তারিখ: ২৭-ফেব্রুয়ারী-২০২০
আখলাছ আহমেদ প্রিয় ॥

কবিতা ছড়িয়ে পড়ুক মন, মঞ্চ ও মানচিত্রে এই স্লোগানকে সামনে রেখে হবিগঞ্জে এই প্রথমবারের মত অনুষ্ঠিত হচ্চে ২ দিন ব্যাপী ‘চারুকণ্ঠ কবিতা উৎসব ২০২০’। আগামী ২৮ ও ২৯ ফেব্র“য়ারী অনুষ্ঠিতব্য উৎসবকে সফল করতে বেশ জোরেসোরেই চলছে নানা প্রস্তুতি। ইতিমধ্যে সব ধরনের প্রস্ততিই নেয়া হচ্ছে বলে জানিয়েছেন চারুকন্ঠের সভাপতি অজয় রায় ও দলনেতা গৌরী রায়। ২ দিন ব্যাপী উৎসবকে ঘিরে শহর সেজেছে উৎসবের রঙিন পোস্টারে। প্রতিদিন চলছে নতুন নতুন কবিতার প্রস্তুতি। আয়োজকরা বলছেন দর্শকের উপস্থিতি নিয়ে একটু সংশয় রয়েছে। তবে তারা আশা করছেন প্রতিবারের মত এবারও হবিগঞ্জবাসী নিরাশ করবে না। চারুকণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মূলত এই উৎসব অনুষ্ঠিত হলেও জাতির জনকের জন্মশতবার্ষিকীর এ পূন্যলগ্নে তারা উৎসব উৎসর্গ করবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে। ২৮ ফেব্র“য়ারী সন্ধ্যায় শহরের টাউন হলে উৎসবের প্রথম দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করবেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হবিগঞ্জ পৌর সভার মেয়র মিজানুর রহমান মিজান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ জাহান আরা খাতুন, সহযোগী অধ্যাপক ইলিয়াস বখত চৌধুরী জালাল ও কথাসাহিত্যিক তাহমিনা বেগম গিনি। উৎসবের দ্বিতীয় দিন ২৯ ফেব্র“য়ারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক কামরুল হাসান, হবিগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, ভাইস-চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, ড.আযহার শাহীন, নাট্যকার রুমা মোদক ও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মনির হোসেন।

এ ব্যাপারে সংগঠনের উপদেষ্টা কথাসাহিত্যিক তাহমিনা বেগম গিনি বলেন, ‘আমি আন্তরিকভাবে শুভকামনা জানাই তাদেরকে এবং কবিতা প্রেমী হবিগঞ্জবাসীকে জানাই দুই দিনই প্রানবন্ত অংশগ্রহন করার জন্য’। তিনি জানান, উৎসবের দুইদিনই সিলেট, ব্রাহ্মনবাড়িয়া, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও চারুকণ্ঠ শিল্পাঙ্গন তাদের নিজেদের বিভিন্ন আবৃত্তি ও সাংস্কৃতিক প্রযোজনা পরিবেশন করবেন।