হবিগঞ্জে ১১ জনের নমুনায় পরীক্ষায় ৮ জনের শরীরে করোনার অস্তিত্ব নেই ॥ ৩ জনের জন্য অপেক্ষা
তারিখ: ৩-এপ্রিল-২০২০
জাকারিয়া চৌধুরী ॥

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে আসা মোট ১১ জনের নমুনা (স্যাম্পুল) পরীক্ষা নিরীক্ষা করার জন্য পাঠানো হয়েছিল ঢাকায় আইইডিসিআরে। এর মধ্যে ৮ জনের দেহেই করোনা ভাইরাসের অস্তিত্ব মেলেনি। হবিগঞ্জ সিভিল সার্জন অফিস থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।  জানা যায়, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত আসা রিপোর্টে দেখা গেছে ৮ জনের দেহে করোনার অস্তিত্ব নেই। তবে অন্য তিন জনের রিপোর্ট এখনো আসেনি। রিপোর্ট পাওয়ার পর বুঝা যাবে তাদের শরীরে করোনা রয়েছে কিনা। এছাড়াও হবিগঞ্জ জেলায় এখনও পর্যন্ত কারো শরীরে করোনার অস্তিত্ব পাওয়া যায়নি। তবে এ নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে স্বাস্থ্য ও জেলা প্রশাসন। এখনও পর্যন্ত জেলায় মোট হোম কেয়ারেন্টাইনে রয়েছেন ২৩৬ জন। কোয়ারেন্টাইন শেষে হয়েছে ৮৬৫ জনের।

প্রথম পাতা