স্বস্তির বৃষ্টিতে মাধবপুরে ব্যাপক ক্ষয়-ক্ষতি
তারিখ: ৩-এপ্রিল-২০২০
মাধবপুর প্রতিনিধি ॥

গত কয়েকদিনে চৈত্রের প্রচুর গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠে। বোরো ধান ক্ষেতের পানি শুকিয়ে যায়। অনেক স্থানে নলকূপ থেকে পানি উঠছিল না। সকলের একটিই প্রার্থনা ছিল বৃষ্টির জন্য। অবশেষে বৃহস্পতিবার বিকেলে জেলার বিভিন্ন স্থানে সেই স্বস্থির বৃষ্টি আসলেও মাধবপুর উপজেলায় ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।

মাধবপুর উপজেলার আন্দিউড়া গ্রামের বাসিন্দা মিজানুর রহমান নামে এক ব্যক্তি জানান, বৃহস্পতিবার বিকেলে ৩টায় শুরু হয় কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টি। এ ধরনের শিলা বৃষ্টি সাম্প্রতিককালে হয়নি। ঝড় ও শিলাবৃষ্টিতে মাধবপুর উপজেলার আন্দিউড়া, আদাঐর ও বুল্লা ইউনিয়নে ব্যাপক ক্ষতি হয়েছে। শতাধিক ঘরবাড়ি ভেঙে পড়েছে। হাওরের বোরো ধানের ক্ষতি হয়েছে।

মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাশনুভা নাশতারান জানান, বড় ধরনের কোনো ক্ষয়-ক্ষতির খবর এখনও পাওয়া যায়নি। এ ব্যাপারে তথ্য সংগ্রহের জন্য প্রকল্প বাস্তবায়ন অফিস কাজ করছে।

এ দিকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক তমিজ উদ্দিন জানান, এই বৃষ্টি বোরো ধানের জন্য আর্শীবাদ।

চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা বাগানের ব্যবস্থাপক রফিকুল ইসলাম জানান, এই বৃষ্টিতে চা বাগানগুলো খুবই উপকৃত হবে।

প্রথম পাতা