করোনা মোকাবিলায় সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের মাঠে থাকার আহবান জানালেন এমপি আবু জাহির
তারিখ: ৩-এপ্রিল-২০২০
স্টাফ রিপোর্টার ॥

করোনা ভাইরাস মোকাবিলায় সরকারি কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধিদের মাঠে থাকার আহবান জানিয়েছেন হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। করোনা পরিস্থিতি মোকাবিলায় গতকাল সকালে হবিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তৃতায় তিনি এই আহবান জানান।

এ সময় সংসদ সদস্য বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অস্বচ্ছলদের জন্য সহায়তা অব্যাহত রাখবেন। তাই করোনা পরিস্থিতিতে খেটে খাওয়া মানুষদেরকেও ঘরে থাকতে হবে। তাদেরকে সচেতন করার স্বার্থে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তা-কর্মচারীগণকে মাঠে থেকে কাজ করতে হবে।

সভায় হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান ও পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পরে এমপি আবু জাহির হবিগঞ্জ পৌরসভা, সদর উপজেলার লস্করপুর, রাজিউড়া, গোপায়া, শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডুরা ও শায়েস্তাগঞ্জ ইউনিয়নে সরকারি সহায়তা বিতরণ করেন। পরে তিনি প্রাণ আরএফএল গ্রুপের উদ্যোগে ত্রাণ বিতরণে অংশ নেন তিনি।

প্রথম পাতা