মাধবপুরে পৃথক সংঘর্ষে ২ জন নিহত ॥ আহত ১০
তারিখ: ৩০-মে-২০২০
মাধবপুর প্রতিনিধি ॥

 মাধবপুরে পৃথক দুটি সংঘর্ষেও ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১০ জন।

জানা যায়, মাধবপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে মর্তুজ আলী নামে এক বৃদ্ধ নিহত ও নারীসহ কমপক্ষে ১০ জন আহত হন। সকাল ১১ টার দিকে উপজেলার আন্দিউড়া ইউনিয়নের হারিয়া গ্রামে এঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ তিন জনকে আটক করেছে। একটি জমি নিয়ে ওই গ্রামের শামসুল হক ও মকবুল মিয়ার মধ্যে বিরোধ চলছিল। বিরোধ পূর্ণ জমিতে মকবুল দখলে গেলে প্রতিপক্ষ সামছুল হক বাধা দেয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন লাঠি সোটা  নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘন্টা ব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের নারীসহ কমপক্ষে ১০ জন আহত হয়। গুরুত্ব আহতদের মধ্যে বৃদ্ধ মর্তুজ আলীকে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডা. মৃত ঘোষনা করেন। ফজলুর রহমান নামে আরেক বৃদ্ধের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

এদিকে, মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের মীরনগর গ্রামে ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষে শুক্কুর মিয়া (৩০) নামে একজন মারা গেছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম দস্তগীর আহাম্মেদ জানান, মীরনগর গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে শুক্কুর মিয়ার ছেলে ও তার ভাগিনা সুহেল মিয়া বাড়ির সামনে ক্রিকেট খেলা করছিল। এ সময় একটি ছক্কা হয়েছে কি হয়নি এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়। পরে বাড়ির মহিলারা সংঘর্ষে জড়িয়ে পরে। হঠাত করে শুক্কুর মিয়া অসুস্থ হয়ে পরে। গুরুতর অবস্থায় তাকে মাধবপুর উপজেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রথম পাতা