আগামী ১১ জুলাই পর্যন্ত হবিগঞ্জে আদালতের ভার্চুয়াল কার্যক্রম স্থগিত
তারিখ: ৪-জুলাই-২০২০
স্টাফ রিপোর্টার ॥

হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এক বিচারকসহ ১৪ জন কর্মকর্তা করোনায় আক্রান্ত হওয়ায় আগামী ১১ জুলাই পর্যন্ত আদালতের ভার্চুয়াল কার্যক্রম স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানিয়া কামাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুহুল হাসান শরীফ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার রাতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের একজন বিচারকসহ ১৪ জনের করোনা পজিটিভি ফল আসে। এরপর করোনা সংক্রমণ যাতে না বাড়ে, সে জন্য বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। তিনি বলেন, আগামী ১১ জুলাই পর্যন্ত ভার্চুয়াল আদালতের বিচারিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মো. শাকিল মিয়া জানান, আদালতের ছয় জন বিচারক রেড জোনে এবং একজন বিচারকসহ ১৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ জন্য করোনা প্রতিরোধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে ১১ জুলাই পর্যন্ত ভার্চুয়াল আদালতের বিচার কার্যক্রম স্থগিত করা হয়েছে।

প্রথম পাতা