নবীগঞ্জে চেক ডিজঅনার মামলায় লন্ডনী হেলাল চৌধুরীর কারাদন্ড ॥ ১০ লাখ টাকা জরিমানা
তারিখ: ২৩-জানুয়ারী-২০২১
স্টাফ রিপোর্টার ॥

একটি চেক ডিজঅনার মামলায় হেলাল উদ্দিন চৌধুরী নামে এক লন্ডন প্রবাসীকে ১ বছরের কারাদন্ড ও ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে। হবিগঞ্জের যুগ্ম দায়রা জজ ১ম আদালত এর বিজ্ঞ বিচারক মোহাম্মদ শহীদুল আমিন গত ১১ জানুয়ারী এ রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত হেলাল উদ্দিন চৌধুরী নবীগঞ্জ উপজেলার গাবদেও গ্রামের আব্দুর রউফ চৌধুরীর ছেলে।

জানা যায়, হবিগঞ্জ শহরের দক্ষিণ অনন্তপুর এলাকার খন্দকার আব্দুল বারীর ছেলে লন্ড অবস্থান করায় সেখানে দন্ডপ্রাপ্ত হেলাল উদ্দিন চৌধুরীর সাথে পরিচয় হয়। সে সুবাধে খন্দকার আব্দুল বারীর নিকট থেকে হেলাল উদ্দিন চৌধুরী ১০ লাখ কর্জ নেন। উক্ত কর্জ নেয়া টাকা পরিশোধের জন্য দন্ডপ্রাপ্ত হেলাল উদ্দিন চৌধুরী ২০১৭ সনের ৪ ডিসেম্বর এবি ব্যাংক হবিগঞ্জ শাখার (চেক নং-১৭৯৮৪৬) ১০ লাখ টাকার একটি চেক প্রদান করেন। চেকটি ব্যাংকে জমা দিলে টাকা না থাকায় ২০১৮ সনের ২৩ জানুয়ারী চেকটি ডিজঅনার হয়। পরে আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিশ প্রদান করা হয়। ২০১৮ সনের ১১ ফেব্রুয়ারী নোটিশ গ্রহণ করলেও তিনি নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা পরিশোধের কোন ব্যবস্থা করেননি। ফলে খন্দকার আব্দুল বারী বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। পরবর্তীতে খন্দকার আব্দুল বারী ইন্তেকাল করায় তার স্ত্রী জাহানারা বেগম মামলা পরিচালনা করেন। মামলা স্বাক্ষ্য প্রমাণে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচারক মোহাম্মদ শহীদুল আমিন গত ১১ জানুয়ারী অভিযুক্ত হেলাল উদ্দিন চৌধুরীকে উপরোল্লিখিত দন্ড প্রদান করেন। রায় প্রদানকালে দন্ডপ্রাপ্ত হেলাল উদ্দিন চৌধুরী পলাতক ছিলেন।

প্রথম পাতা