শহরে হিরণ-হামিদা এডুকেশন ট্রাস্টের অনুদান ও শীতবস্ত্র বিতরণ
তারিখ: ২৩-জানুয়ারী-২০২১
স্টাফ রিপোর্টার ॥

হবিগঞ্জ শহরে হিরণ-হামিদা এডুকেশন ট্রাস্টের উদ্যোগে প্রতি বছরের ন্যায় দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান, অসুস্থদের মধ্যে অনুদান ও শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে শহরের রাজনগর এলাকায় মরহুম সামছুল হক হিরণ চৌধুরীর বাসভবনে অনুদান ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ রবিউল ইসলাম। ট্রাস্টের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ কবির হোসেনের সভাপতিত্বে ও শাকিল চৌধুরী সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, রেডক্রিসেন্ট হবিগঞ্জ ইউনিটের সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম, আইএফআইসি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট এম এ কাউয়ুম চৌধুরী শাহীন, হবিগঞ্জ পিডিবির উপ-সহকারী প্রকৌশলী চাঁদনী আক্তার, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, যমুনা টিভি জেলা প্রতিনিধি প্রদীপ দাশ সাগর, পৌর কাউন্সিলর জাহির উদ্দিন, পৌর কাউন্সিলর আব্দুল আউয়াল মজনু, ইংল্যান্ড প্রবাসী সৈয়দ আফতাবুর রেজা মুরাদ প্রমূখ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, হিরণ-হামিদা এডুকেশন ট্রাস্টের মত সমাজের বিত্তশালীরা এগিয়ে এলে সত্যিকার অর্থেই সোনার বাংলা গড়ে তোলা সম্ভব। ভবিষ্যত প্রজন্মকে মাদক ও দুর্নীতি মুক্ত রাখতে অভিভাবকদের সচেতন হওয়ার প্রতি গুরুত্বারোপ করেন তিনি। এ বছর ১৫ জন দরিদ্র মেধাবী ছাত্রীর মধ্যে নগদ ৩০ হাজার টাকা বৃত্তি হিসেবে প্রদান করা হয়। এছাড়া ক্যান্সার আক্রান্ত এক দরিদ্র ও অসুস্থ এক রোগীকে নগদ অর্থ ও রাজনগরে হযরত খাদিজাতুল কুবরা (রাঃ) মহিলা এতিমখানায় অনুদান  তুলে দেয়া হয়। পাশাপাশি আড়াই শতাধিক শীতার্ত মানুষের মধ্যে বিতরণ করা হয় কম্বল। উল্লেখ্য, হিরণ-হামিদা এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান হামিদা বেগম চৌধুরী মারা যাওয়ার পর বর্তমানে এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন চৌধুরী তারেক সামছ।

প্রথম পাতা