সৈয়দ আব্দুল মুকিত ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণে ব্যারিস্টার সুমন ॥ ‘আপনার সম্বল থাকলে পার্শ¦বর্তী অসহায় মানুষকে সহায়তা করুন’
তারিখ: ২৩-জানুয়ারী-২০২১
স্টাফ রিপোর্টার ॥

সৈয়দ আব্দুল মুকিত ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণে কেন্দ্রীয় যুবলীগের আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, ‘আপনার সম্বল থাকলে পার্শ্ববর্তী অসহায় মানুষের পাশে দাড়ান, তাদের সহযোগিতা করুন। সমাজে আপনার মূল্যায়ন বাড়বে। ভালো কাজের মাধ্যমে সমাজে মর্যাদাশীল মানুষ হওয়া যায়। মানুষের সেবা করতে হলে নিজের ইচ্ছা শক্তিটাকে বড় করতে হবে, তাহলে আপনার পক্ষে সাধারণ মানুষের সেবা করা সম্ভব হবে’। গতকাল শুক্রবার সকাল ১১ টায় হবিগঞ্জ জে,কে এন্ড এইচ,কে হাই স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত এ শীতবস্ত্র বিতরণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় অসহায় শীতার্ত ৩০০ জন মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এছাড়াও একই অনুষ্ঠানে শীতবস্ত্র গ্রহণকারী প্রত্যেকের মধ্যে ১০০ টাকা করে অনুদান দেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

জে.কে এন্ড এইচ.কে হাই স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক ও সৈয়দ আব্দুল মুকিত ফাউন্ডেশনের চেয়ারম্যান  সৈয়দা শরীফা আক্তার কুমকুম এর সভাপতিত্বে এবং ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মনসুর আহমেদ এর পরিচালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণে বিশেষ অতিথি ছিলেন, অগ্রণী ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও ফাউন্ডেশনের উপদেষ্টা মাধব চন্দ্র রায়, শায়েস্তানগর গ্রাম পঞ্চায়েতের প্রধান সর্দার ও ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ শহিদুর রহমান লাল ও  দৈনিক হবিগঞ্জ সমাচার এর ভারপ্রাপ্ত সম্পাদক ও ফাউন্ডেশনের উপদেষ্টা রাসেল চৌধুরী।

এছাড়াও এতে বক্তব্য রাখেন, এস.এম রনি, লোকমান আহমেদ, মোঃ রায়হান, কামাল হোসেন, শিউলি রাণী দাশ, মীর উজ্জ্বল, মোঃ মোশাহিদ মিয়া, জসিম উদ্দিন, মোঃ ফজলু মিয়া, সাংবাদিক মোঃ মশিউর রহমান প্রমূখ।

প্রথম পাতা