একজন আদর্শ বঙ্গবন্ধু প্রেমিক মানবতাবাদী ডাক্তার এমএ রব
তারিখ: ২১-জুন-২০২১
প্রেস বিজ্ঞপ্তি ॥

একজন আদর্শ বঙ্গবন্ধু প্রেমিক মানবতাবাদী ডাক্তার এম এ রব। যাকে অনেকেই গরীবের ডাক্তারও বলে থাকে। যিনি শুধু একজন ডাক্তারই নন একজন সফল সংগঠকও। যদিও তার মূল পেশা হচ্ছে একজন হোমিওপ্যাথিক ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসক। চিকিৎসা সেবা দিয়েই যিনি মনজয় করে চলেছেন হাজারে সাধারণ অসহায় মানুষদের। সরেজমিনে তার

চেম্বারে গিয়ে দেখা যায়, অসহায় গরীব ও অনেক চিহ্নমূল মানুষকে তিনি বিনামূল্যে ঔধষসহ চিকিৎসা সেবা দিযে যাচ্ছেন একই সাথে তাদেরকে শুণাচ্ছেন একজন মহান নেতা বঙ্গবন্ধুর আশর্দ ও জীবন কাহীনি। আলাপচারিতায় তিনি বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে ছাত্র জীবনে সরকারি ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কলেজে সক্রিয় ছাত্রলীগের কর্মী ছিলাম। বঙ্গবন্ধু প্রেমিক গরীবের ডাক্তার এম এ রব বলেন, বঙ্গবন্ধু দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা করে আমি আজীবন গরীব মানুষের চিকিৎসা সেবা দিতে চাই। এ ব্যাপারে তিনি বঙ্গবন্ধু প্রেমিক সকল মানুষের সহযোগিতা চান। তিনি বলেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ বাংলাদেশ মানেই বঙ্গন্ধু। বঙ্গবন্ধুর জন্ম না হলে এ দেশ যেমন স্বাধীন হত না তেমনি এ দেশের মানুষও থাকত পরাধীনতার আবদ্ধে। তিনি বলেন, ছোট কাল থেকেই বাবার মুখে বঙ্গবন্ধুর অনেক অনেক গল্প শুনেছি। চট্টগ্রামে চাকরির সুবাদে বাবা বঙ্গবন্ধুর সাথে সরাসরি দেখা ও বিভিন্ন সমাবেশে যোগদান করে বাস্তবে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়েছিলেন। আমি একজন বঙ্গবন্ধু প্রেমিক হিসেবে মানুষের সেবা করে যেতে চাই। তিনি হবিগঞ্জ সদর উপজেলার পইল ইউনিয়নের আটঘরিয়া গ্রামের বাসিন্দা।