হবিগঞ্জ গভঃ হাই স্কুল এলামনাই এসোসিয়েশনের দুটি কমিটি গঠন
তারিখ: ২২-অক্টোবর-২০২১
প্রেস বিজ্ঞপ্তি \

 হবিগঞ্জ গভঃ হাই স্কুল এলামনাই এসোসিয়েশন গঠনের লক্ষ্যে সম্প্রতি স্কুল মিলনায়তনে বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন স্কুলের প্রাক্তন ছাত্র বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ইকরামুল ওয়াদুদ। অনুষ্ঠান চলার মধ্যবর্তী সময়ে জরুরি কাজে ইকরামুল ওয়াদুদ চলে যাওয়ায় উনার অনুপস্থিতিতে সভাপতিত্ব করেন প্রাক্তন ছাত্র প্রবীণ আইনজীবী সিনিয়র সাংবাদিক মনসুর উদ্দিন আহমদ ইকবাল। ৮২ ব্যাচের প্রাক্তন ছাত্র ব্যাংকার মোঃ আব্দুল্লাহ ও ৯৫ ব্যাচের প্রাক্তন ছাত্র ব্যারিষ্টার মুশতাক আহমেদের

যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে ব্যাংকার ফরিদ উদ্দিন আহমদ, এডঃ মনজুর উদ্দিন আহমদ শাহীন, অধ্যক্ষ মোঃ ইলিয়াছ বখত চৌধুরী জালাল সহ ২৫টি ব্যাচের প্রাক্তন ছাত্রগণ উপস্থিত ছিলেন।

বিশেষ সাধারণ সভায় খসড়া গঠনতন্ত্র কিছু সংশোধনীসহ প্রাথমিক অনুমোদন এবং সকল ব্যাচের প্রতিনিধি সমন্বয়ে ৪১ (একচল্লিশ) সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি ও ২৫ (পঁচিশ) সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। আহবায়ক কমিটি আগামী ৬ মাসের মধ্যে সদস্য সংগ্রহ, পূর্ণাঙ্গ গঠনতন্ত্র অনুমোদন সহ অন্যান্য কার্যক্রম পরিচালনা করিবেন।

অচিরেই ঢাকা, সিলেট, ইংল্যান্ড, আমেরিকা, ইইউ ও মধ্যপ্রাচ্যে এলামনাই এসোসিয়েশনের ইউনিট গঠনের উদ্যোগ নেয়া হবে।

উপদেষ্টা পরিষদ ঃ উপদেষ্টা পরিষদের আহবায়ক ইকরামুল ওয়াদুদ, সাবেক অধ্যক্ষ (১৯৬৬ ব্যাচ), সদস্য যথাক্রমে শচীন্দ্র লাল দাস, সাবেক ব্যাংকার (১৯৬৪ ব্যাচ), ডাঃ মোঃ আব্দুল হাই (১৯৬৫ ব্যাচ), এডঃ পূণ্যব্রত চৌধুরী বিভু (১৯৬৫), এডঃ মনসুর উদ্দিন আহমদ ইকবাল (১৯৬৬ ব্যাচ), দেওয়ান মুজিবুর রহমান, সাবেক ব্যাংকার (১৯৬৮ ব্যাচ), ডাঃ কামরুল হাসান তরফদার (১৯৭২ ব্যাচ), ডাঃ শাখাওয়াত হাসান জীবন (১৯৭২ ব্যাচ), ইঞ্জিনিয়ার ফখরুল হাসান মুরাদ (১৯৭২ ব্যাচ), তৌহিদুল ইসলাম চৌধুরী, সাবেক এডিশনাল এসপি (১৯৭৩ ব্যাচ), ফরিদ উদ্দিন আহমদ, সাবেক ব্যাংকার (১৯৭৪ ব্যাচ), শামীম আহছান, সিনিয়র সাংবাদিক, (১৯৭৪ ব্যাচ) যুক্তরাষ্ট্র, সৈয়দ মুজিবুর রহমান, সাবেক ব্যাংকার, (১৯৭৪ ব্যাচ) যুক্তরাষ্ট্র, শাহেদুল আলম জুয়েল, সাবেক ব্যাংকার (১৯৭৫ ব্যাচ), মোঃ আব্দুল হান্নান, সাবেক ব্যাংকার (১৯৭৫ ব্যাচ), জালাল আহমেদ, সাবেক অতিরিক্ত সচিব (১৯৭৬ ব্যাচ), মনজুর উদ্দিন আহমেদ শাহীন, এডভোকেট, (১৯৭৬ ব্যাচ), ত্রিলোক কান্তি চৌধুরী বিজন, এডভোকেট (১৯৭৭ ব্যাচ), মোঃ আব্দুল আউয়াল (১৯৭৭ ব্যাচ) যুক্তরাজ্য, নাজমুল হোসেন চৌধুরী (১৯৭৮ ব্যাচ) যুক্তরাজ্য, দেওয়ান মিনহাজ গাজী, এডভোকেট (১৯৭৮ ব্যাচ), দিলজার হোসেন দুলাল, সাবেক জজ( ১৯৭৮ ব্যাচ), কাজী তোফায়েল আহমেদ, সাংবাদিক (১৯৭৯ ব্যাচ), আজিজুল হাসান চৌধুরী শাহীন, অধ্যক্ষ,(১৯৭৯ ব্যাচ) ও মোঃ দেওয়ান মিয়া, ব্যবসায়ী (১৯৮০ ব্যাচ)।

আহবায়ক কমিটি ঃ মোঃ ইলিয়াছ বখত চৌধুরী( জালাল) (১৯৮০ ব্যাচ), সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল্লাহ (১৯৮২ ব্যাচ), যুগ্ম আহবায়ক যথাক্রমে বশিরুল আলম কাওছার (১৯৮৭ ব্যাচ), ব্যারিষ্টার মুশতাক আহমেদ এফসিসিএ (১৯৯৫ ব্যাচ), আলী নেওয়াজ চৌধুরী (২০০০ ব্যাচ), ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরী (২০০২ ব্যাচ) ও ইফতেখার তরফদার তারেক (২০০৭ ব্যাচ),  নির্বাহী সদস্য যথাক্রমে মোঃ আব্দুল কাইউম চৌধুরী শাহীন (১৯৮১ ব্যাচ), এডঃ সৈয়দ কামরুল ইসলাম সেলিম (১৯৮৩ ব্যাচ), নিয়াজ মাহমুদ খান চৌধুরী (১৯৮৪ ব্যাচ), নুরুজ্জামান ভূইয়া মামুন (১৯৮৫ ব্যাচ), এডঃ এনামুল হক সেলিম (১৯৮৬ ব্যাচ), হাফিজুর রহমান সওদাগর (১৯৮৮ ব্যাচ), মোঃ আজিজুল হক তালুকদার সেলিম (১৯৮৯ ব্যাচ), এডঃ আব্দুল কাইউম (১৯৯০ ব্যাচ), মোঃ আব্দুল ওয়াহেদ ( ১৯৯১ ব্যাচ), শওকত হোসেন মুন্না (১৯৯২ ব্যাচ), আছরারুল হক শাকিল (১৯৯৩ ব্যাচ), মহিউদ্দিন রাজু (১৯৯৪ ব্যাচ), হাফিজুর রহমান (১৯৯৬ ব্যাচ), আজিজুর রহমান (১৯৯৭ ব্যাচ), রাজীব বিশ্বাস (১৯৯৮ ব্যাচ), রাশেদ চৌধুরী (১৯৯৯ ব্যাচ), ডাঃ মোহাম্মদ আলী আহসান পিন্টু (২০০১ ব্যাচ), উপেন্দ্র দাস (২০০৩ ব্যাচ), এডঃ সৈয়দ জাদিল উদ্দিন (২০০৪ ব্যাচ), আহমেদ নিয়াজ (২০০৫ ব্যাচ), চৌধুরী নিহাদ ইশতিয়াক (২০০৬ ব্যাচ), অন্তু দেব (২০০৮ ব্যাচ), এডঃ মোস্তাফিজুর রহমান ( ২০০৯ ব্যাচ), গোলাম বাকী চৌধুরী রাজীব (২০১০ ব্যাচ), ফরহাদ ওয়াহেদ (২০১১ ব্যাচ), পার্থ ড্রতিম চক্রবর্তী (২০১২ ব্যাচ), ইফতেখার আহমেদ ফাগুন (২০১৩ ব্যাচ), সাইফুর রহমান মিশু (২০১৪ ব্যাচ), আমিনুল হক চৌ-(২০১৫ ব্যাচ), তাওহীদুর রহমান তামিম (২০১৬ ব্যাচ), রুবাইয়াত আহমেদ চৌধুরী  (২০১৭ ব্যাচ), আমির হামজা (২০১৮ ব্যাচ), মোবাশ্বের হক রাজ (২০১৯ ব্যাচ) ও মেহেদী হাসান (২০২০ ব্যাচ)।

প্রথম পাতা