জায়গা দখলের পায়তারা \ নিরাপত্তাহীনতায় ভূগছে পরিবার
তারিখ: ২০-অগাস্ট-২০২২
স্টাফ রিপোর্টার \

চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়নের মীরেরপাড়া গ্রামের নিরীহ দুবাই প্রবাসীর পরিবারের কবরস্থানের জায়গা ও বাড়ির সীমানা ঘেষে খাল ভরাট করে দখলসহ বিভিন্ন ধরনের মানসিক ও শারীরিক অত্যাচার-নির্যাতন করার গুরুতর অভিযোগ পাওয়া গেছে।

দুবাই প্রবাসীর স্ত্রী আলেয়া খাতুন শুক্রবার প্রতিবেদকের কাছে  জানান, আমার

স্বামী প্রবাসে থাকেন। এ সুযোগে   প্রতিবেশী  মৃত হেকিমের পুত্র আইয়ুব আলী কদর আলী গংরা জুলুম, অত্যাচার চালিয়ে যাচ্ছে। তারা প্রায় সময় বাড়িতে রাতের বেলা ঢিল মারে এবং ভয়ভীতি  প্রদর্শন করে আসছে। আমি আমার ছেলে সন্তানদের নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভূগছি। এ চক্রটি গত বুধবার পুর্ব শত্রæতার জের ধরে  রাতের অন্ধকারে ১০/১২টি ফলজ গাছের চারা তুলে নিয়ে যায়। তাদরে জন্য  কোন চারা রোপন করা জায়না, কিছু বড় হলেই কেটে নিযে যায়।  এর আগে আগে ২০২১ সালের ৩ সেপ্টেম্বর তার কবরস্থানের জায়গা দখল করতে যায়, আইয়ুব আলী ও কদর আলী, বিলাল গংরা তিনি এ সময় বাধাঁ দিলে আইয়ুব, কদর ও বিলালসহ একদল লোক তাকে বেধড়ক আঘাত করে গুরুতর জখম করে।  পরে তিনি চিকিৎসা নিয়ে চুনারুঘাট থানায় মামলা করেন। মামলায় আইয়ুব আলীসহ ৩জন জেল খাটে। জেল খাটার পর থেকে তারা প্রবাসীর পরিবারকে ক্ষতি করতে উঠেপড়ে লেগেছে। আলেয়া খাতুন বলেন, ইদানিং আইয়ুব আলীগংরা তার বাড়ির সীমানা ঘেষে জোরপ‚র্বক খাল ভরাট করে দখল করে নিয়ে গেছে ও আরও দখলে নেওয়ার পায়তারা করে যাচ্ছে। অভিযুক্ত আইয়ুব আলী এলাকার কুচক্রী মহলের সহায়তায় জমি সংক্রান্ত গোলযোগ সৃষ্টি করে জোরপ‚র্বক জায়গা দখল সহ এলাকায় দাঙ্গা-হাঙ্গামা করে ত্রাসের রাজ্য কায়েম করে চলছে। তাদের  বিরুদ্ধে স্থানীয় একাধিকবার সালিশ দরবার হলেও বিচার-আদালত তারা মানে না। বর্তমানে আইয়ুব আলী ও কদর আলীর এসব অত্যাচারের প্রতিবাদ করতে যাওয়ায় প্রবাসীর স্ত্রী আলেয়াকে হত্যার হুমকী ধামকি দিচ্ছে এবং তাদের উপর হামলা ও মিথ্যা মামলা দিয়ে  হয়রানি করবে বলে লোকমুখে প্রচার করছে। এ ব্যাপারে নিরীহ ব্যাক্তি প্রবাসী কাইয়ুমের স্ত্রী ও তার পরিবারদ্বয় অত্যাচারী ও জুুলুমবাজের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করার জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছেন।

প্রথম পাতা