নবীগঞ্জ-বানিয়াচং-চুনারুঘাটকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা
তারিখ: ২৩-মার্চ-২০২৩
নুর উদ্দিন সুমন \

হবিগঞ্জের ৩টি উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল নবীগঞ্জ, বানিয়াচং ও চুনারুঘাটের ৮১৫টি পরিবারের হাতে ঘরের চাতি তোলে দেওয়ার ম্যধদিয়ে ভ‚মিহীন-গৃহহীন মুক্ত ঘোষনা করা হয়।
এ উপলক্ষে বুধবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘরের চাবি ও জমির দলিল হস্থান্তর কার্যক্রমের আনুষ্ঠানিক ভার্চুয়ালী  উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এদিকে, প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স শেষে একই দিন দুপুর ১২টায় চুনারুঘাট উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলার বিভিন্ন এলাকার ৯৭টি পরিবারের হাতে তাদের নুতন ঘরের চাবি তুলে দেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক’র সভাপতিত্বে পিআইও প্লাবন পাল’র সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, সহকারী কমিশনার (ভূমি) আফিয়া আমিন পাপ্পা, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফর রহমান মহালদার, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ডা. মোজাম্মেল হক, ইন্সপেক্টর তদন্ত গোলাম মোস্তফা
জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন, মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রতিশ্রæতি বাস্তবায়ন হয়েছে। শেষ ধাপে আরও ৮১৫ পরিবারকে ঘর দেওয়ার মধ্য দিয়ে জেলার ৩ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত করেন প্রধানমন্ত্রী। এর ফলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে আরেক ধাপ এগিয়ে গেছে বাংলাদেশ।