হবিগঞ্জে খণ্ডকালীন সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ
তারিখ: ৯-ডিসেম্বর-২০২৫
স্টাফ রিপোর্টার ॥

হবিগঞ্জ সদর সাব-রেজিস্ট্রার কার্যালয়ের খণ্ডকালীন সাব-রেজিস্ট্রার মেহেদী হাসানের বিরুদ্ধে ঘুষ দাবি ও অসদাচরণের অভিযোগ উঠেছে।  সোমবার (৮ ডিসেম্বর) জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন সদর কার্যালয়ের দলিল লেখক মোঃ আব্দুল আওয়াল।
অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, গত ২ ডিসেম্বর শাহজালাল ইসলামী ব্যাংকের ঋণগ্রহীতা মোঃ আয়াত আলীর একটি মর্টগেজ দলিল নিবন্ধনের জন্য তিনি জনাব মেহেদী হাসানের নিকট উপস্থাপন করেন। দলিল পর্যালোচনার পর সাব-রেজিস্ট্রার আংশিক স্বাক্ষর করলেও আয়কর রিটার্ন ও টিআইএন সনদ না থাকায় ৫ হাজার টাকা ঘুষ দেওয়ার ইঙ্গিত দেন। ঘুষ দিতে অস্বীকৃতি জানালে তিনি স্বাক্ষরিত মর্টগেজ দলিলটি নিজের কাছে রেখে দেন এবং কেবল পাওয়ার অব অ্যাটর্নি দলিলটি ফেরত দেন।
এরপর ৩ ডিসেম্বর বিভিন্ন মূল্যের পাঁচটি দলিল নিবন্ধনের সময় সাব-রেজিস্ট্রার তাকে ব্যক্তিগত কক্ষে ডেকে ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। অভিযোগকারী আরো জানান, ঘুষ দিতে অস্বীকৃতি জানানোয় খণ্ডকালীন সাব-রেজিস্ট্রার তার সঙ্গে অসদাচরণ করেন এবং দলিল লেখক সনদ নবায়ন বন্ধ করে দেওয়া ও সনদ বাতিল করার হুমকি দেন।
ঘটনার তদন্ত ও অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য তিনি জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন।
অভিযোগটি পাওয়ার সত্যতা নিশ্চিত করেছে জেলা প্রশাসকের কার্যালয়ের একটি সূত্র।

প্রথম পাতা