শায়েস্তাগঞ্জ ছাওয়াল পীরের মাজারের খাদেম শাকিল কারাগারে
তারিখ: ৯-ডিসেম্বর-২০২৫
স্টাফ রিপোর্টার ॥

শায়েস্তাগঞ্জ চরনুর আহমদ ছাওয়াল পীরের মাজারের খাদেম শাকিল মিয়ার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছেন আদালত। গতকাল সোমবার দুপুরে নারী ও এক যুবককে মারপিটসহ লুটপাট করার অভিযোগের মামলায় বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমল-৮ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। সে ওই এলাকার মৃত মর্তুজ আলীর পুত্র। জানা যায়, গত ৩০ মার্চ সকালে একই গ্রামের সৈয়দ হাফিজ উল্লার স্ত্রী সাহেনা ও তার ছেলে সৈয়দ রুহেল মিয়াকে গুরুতর আহত করে সর্বস্ব লুট করে নিয়ে যায় ছাওয়াল পীরের মাজারের খাদেম শাকিল, মৃত আজম আলীর পুত্র রাসেল মিয়া, মৃত আজগর আলীর পুত্র রানা মিয়া, মাজত আলীর পুত্র শামীম মিয়া, মৃত দুলাল মিয়ার পুত্র আলকাছ মিয়া ও মৃত নিবু মিয়ার পুত্র শিমুল মিয়া। এ ঘটনায় সাহেনা খাতুন ৮ এপ্রিল বিজ্ঞ আদালতে মামলা করলে তদন্ত শেষে রিপোর্ট আসে। পরে আদালত শাকিলসহ অন্যদের বিরুদ্ধে পরোয়ানা জারি করলে শাকিল ছাড়া সকলে জামিন লাভ করে। শাকিল পলাতক থাকে। পরে পুলিশের তাড়া খেয়ে আত্মসমপর্ণ করে।

প্রথম পাতা