বাহুবল উপজেলার লামাতাশি ইউনিয়নের শিবপাশা গ্রামে পানি ছাড়া নিয়ে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় আজম উদ্দিন (৫০), ইছার উদ্দিন (৪০), শাহিন মিয়া (৩৫), ইসলাম উদ্দিন (৭০), দেলোয়ার হোসেন (২০) ও খালেদুর রহমান (২৫) কে সদর হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সোমবার সকাল ১০টায় ওই গ্রামের মৃত আব্দুল জব্বারের পুত্র আবু মিয়ার নেতৃত্বে অর্ধশতাধিক লোক একই গ্রামের হাজী মনর উদ্দিনের পুত্র ইসলাম উদ্দিনের সাথে আবু মিয়ার দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে উভয় পক্ষ লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এতে সংঘর্ষে উল্লেখিত সংখ্যক লোক আহত হয়।