স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার এবং ভিকটিমকে উদ্ধার করেছে র্যাব-৯। মামলা সূত্রে জানা যায়, মল্লিক পইল উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ওই ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করছিল আসামি বাদল মিয়া। বিষয়টি ভিকটিমের পরিবার প্রতিবাদ করলে বাদল মিয়া অপহরণের হুমকি দেয়। গত ১৩ নভেম্বর ভিকটিম বাজারে যাওয়ার পথে অলিপুর বেস্ট বাই কোম্পানির সামনে পূর্ব থেকে ওঁত পেতে থাকা বাদল মিয়াসহ আরও দুইজন তার মুখ চেপে ধরে সিএনজিতে তুলে অপহরণ করে। পরে সম্ভাব্য স্থানে খোঁজ করেও ভিকটিমকে না পেয়ে তার পিতা শায়েস্তাগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় র্যাব ছায়া তদন্ত ও গোয়েন্দা তথ্য সংগ্রহ শুরু করে। এর ধারাবাহিকতায় ৭ ডিসেম্বর রাতে র্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল মাধবপুর উপজেলার সন্তোষপুর এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি বাদল মিয়া (২০) কে গ্রেফতার এবং ভিকটিমকে উদ্ধার করে। পরবর্তী আইনি ব্যবস্থার জন্য গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত ভিকটিমকে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-৯ জানায়, আইন-শৃঙ্খলা রক্ষায় তাদের অভিযান চলমান থাকবে।