স্টাফ রিপোর্টার ॥ সদর মডেল থানায় নবাগত অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন যোগদান করেছেন। সোমবার রাতে তিনি থানায় যোগদান করলে ফুলেল তোড়া দিয়ে বরণ করে নেন ওসি (তদন্ত) সফিকুল ইসলাম, ওসি (অপারেশন) মোঃ জাহাঙ্গীর আলম, এসআই ওয়াহেদ গাজী, ধ্রুবেশ চন্দ্র প্রমুখ। এ সময় তিনি সকলকে দায়িত্ব পালনে সকলকে সহযোগিতা করার আহ্বান জানান। ২০১৪ সালে দেলোয়ার হোসেন হবিগঞ্জ সদর থানায় তদন্ত ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। পরে বানিয়াচং ও সর্বশেষ সুনামগঞ্জ জেলায় ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। গতকাল ওসি একেএম শাহাবুদ্দিন শাহীন তার কর্মস্থলের উদ্দেশ্যে চলে যান।