শিবপাশায় বাড়ির সীমানা নিয়ে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু
তারিখ: ৯-ডিসেম্বর-২০২৫
স্টাফ রিপোর্টার ॥

 আজমিরীগঞ্জে বাড়ির সীমানা নির্ধারণ নিয়ে দু’পক্ষের সালিশ চলাকালে সংঘর্ষে আহত হামিদুর মিয়া ৯দিন পর মারা গেছেন। গতকাল সোমবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।  স্থানীয় সূত্র জানায়, উপজেলার ৪নং শিবপাশা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দক্ষিণ হিড়াল বাড়ির খাল পাড়ের বাসিন্দা হামিদুর মিয়ার মিয়ার সাথে বাড়ীর সীমানা নিয়ে তার চাচতো ভাই মকবুল মিয়া গংদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। বিষয়টি নিস্পত্তির লক্ষে  গত ২৯ নভেম্বর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আরশাদের উদ্যোগে উভয় পক্ষকে নিয়ে এক সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত সালিশ বৈঠকে মোঃ হামিদুর মিয়া ও তার চাচাতো মকবুল গংদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বিষয়টি দু’পক্ষের লোকজনের মধ্যে হাতাহাতি হয়। এক পর্যায়ে মকবুল গংদের লোকজন দেশীয় অস্ত্র দিয়ে হামিদুর মিয়ার মাথায় আঘাত করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। দীর্ঘ ৯ দিন  চিকিৎসা শেষে গতকাল হামিদুর মিয়ার মৃত্যু হয়। এ ব্যাপারে শিবপাশা ইউনিয়ন পরিষদের ভারপাপ্ত চেয়ারম্যান মোঃ আরশাদ মিয়া বলেন,  ‘বাড়ীর সীমানা নির্ধারণ নিয়ে চাচাতো ভাইদের সাথে তার বিরোধ চলছিল। এ নিয়ে সালিশ বৈঠক বসলে তাদের মধ্যে সংঘর্র্ষ বাধে। এতে হামিদুর আহত হলে তাকে সিলেট ওসমানীতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি’। আজমিরীগঞ্জ থানার তদন্ত অফিসার বিশ্বজিৎ পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত্যুর খবর পাওয়ার পর পরই পুলিশ নিহতের বাড়ি গিয়েছিলো এবং এই বিষয় নিয়ে পরিবারের লোকজন ও এলাকাবাসীর সাথে আলাপ হয়েছে’। 

প্রথম পাতা