মাধবপুরে দ্রুত গতির গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী শ্রমিক নিহত
তারিখ: ৯-ডিসেম্বর-২০২৫
স্টাফ রিপোর্টার ॥

মাধবপুর উপজেলায় অজ্ঞাতনামা একটি দ্রুতগতির গাড়ির ধাক্কায় আশরাফুল হক (১৯) নামে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সকালে ঢাকা সিলেট মহাসড়কের রতনপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত আশরাফুল ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গাড়াউক গ্রামের ফজলুল হকের ছেলে এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য ছিলেন। প্রতিদিনের মতো তিনি মোটরসাইকেল চালিয়ে মাধবপুরের একটি কারখানায় যাচ্ছিলেন। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান জানান, সকালে কর্মস্থলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়া আশরাফুল রতনপুর এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি গাড়ি তার মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ওসি আরও জানান, দুর্ঘটনার সঙ্গে জড়িত গাড়িটি শনাক্তে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ঘাতক গাড়ি ও চালককে চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি নিহতের পরিবারকে প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়া হবে।

প্রথম পাতা