শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥
শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর এলাকায় অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য এবং যথাযথ ক্ষতিপূরণ প্রদানের দাবিতে এলাকাবাসী ও জমির মালিকদের উদ্যোগে বুধবার ০৮ ডিসেম্বর সকাল ১১ টায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় অলিপুর বাজার এলাকায় অনুষ্ঠিত এ মানববন্ধনে বিপুল সংখ্যক স্থানীয় মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ঢাকা সিলেট মহাসড়কের ছয় লাইন উন্নয়ন প্রকল্পের আওতায় তাদের ব্যবসায়িক ও আবাসিক জমি নামমাত্র মূল্যে অধিগ্রহণ করা হচ্ছে। বর্তমান বাজারদর বিবেচনায় নিলে ঘোষিত মূল্য অত্যন্ত কম, যা জমির মালিকদের জন্য বড় ধরনের আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।
বক্তারা বলেন, অধিগ্রহণকৃত জমির বর্তমান বাজারদর অনুযায়ী ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে জমির ওপর থাকা স্থাপনা, দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোর আর্থিক ক্ষতিরও পূর্ণ ক্ষতিপূরণ অলিপুর শিল্পাঞ্চলের বর্তমান বাজার দর অনুযায়ী দেয়ার জন্য দাবি জানান তারা।
এসময় বক্তারা আরও বলেন, উন্নয়ন কর্মকাণ্ড অবশ্যই জনগণের জীবন-জীবিকা বিবেচনায় করতে হবে। উন্নয়নের নামে সাধারণ মানুষের ক্ষতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাই দ্রুত ক্ষতিপূরণের সঠিক মূল্য নির্ধারণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা। মানববন্ধনে এলাকার প্রবীণ ব্যক্তি, ব্যবসায়ী ও তরুণসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।